দৃশ্যমনাতা কম থাকায় পাঁচটি আন্তর্জাতিক বিমানে সময়সূচি বদলানো হয়েছে ৷ আটটি আন্তর্দেশীয় বিমান নামতে দেরি হয়েছে ৷ বাতিল করা হয়েছে দুটি উড়ান ৷
কুয়াশার জেরে ব্যাহত হয়েছে বিমান পরিষেবাও ৷ এর ফলে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা করাটা সকালের দিকে এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ৷ আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে ভোর ৫টা নাগাদ দৃশ্যমানতা সব থেকে কম ছিল ৷ কিন্তু পরে তা আসতে আসতে ঠিক হয় ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা ৷
advertisement
কুয়াশের জেরের ব্যাহত রেল পরিষেবাও ৷ রেলের তরফে জানানো হয়েছে সময়সূচি বদলেছে বহু দূরপাল্লা ও স্বল্প দূরপাল্লার ট্রেনের। ৮১টি ট্রেন দেরিতে চলছে ৷ ১০টি ট্রেনের সময়সূচি বদল করা হচ্ছে ৷ বাতিল ৫টি দূরপাল্লার ট্রেন ৷ ট্রেন দেরিতে চলায় সোমবার হাজার খানেক যাত্রী আটকে পড়েছিল ৯০টি ট্রেনে ৷
দিল্লির পাশাপাশি কুয়াশার জেরে হাওড়াতেও ব্যাহত ট্রেন পরিষেবা ৷
কুয়াশার জেরে বাতিল কা হয়েছে হাওড়া-দিল্লি পূর্বা এক্সপ্রেস ৷ হাওড়াগামী মুম্বই মেল,দুন এক্সপ্রেস ৷ হাওড়াগামী অমৃতসর এক্সপ্রেস, মালদহগামী ফরাক্কা এক্সপ্রেস, আলিপুরদুয়ারগামী সিকিম - মহানন্দা এক্সপ্রেস ৷
গোটা দেশে বাতিল হয়েছে মোট ১৪০ টি ট্রেন ৷ ৮১ টি ট্রেনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে ৷