TRENDING:

‘সরকার জোর দিচ্ছে আরও ৫০০ টাকার নোট ছাপানোর কাজেই ’, সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের আর্থিক-বিষয়ক সচিব শক্তিকান্ত দাস

Last Updated:

মোদির নোট বাতিলের সিদ্ধান্তের ৩৭ দিন ৷ নোট বাতিল নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি যে একেবারেই কমে গিয়েছে, তা হয়তো নয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মোদির নোট বাতিলের সিদ্ধান্তের ৩৭ দিন ৷ নোট বাতিল নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি যে একেবারেই কমে গিয়েছে, তা হয়তো নয় ৷ কারণ, গোটা দেশে টাকা পাওয়ার জন্য এটিএম ও ব্যাঙ্কে অনবরত লাইন চলছে ৷ এরই মাঝে বৃহস্পতিবার কেন্দ্রের আর্থিক বিষয়ক সচিব শক্তিকান্ত দাস সাংবাদিক বৈঠকে, নোট নিয়ে সরকারের নতুন উদ্যোগের কথা স্পষ্টই জানিয়ে দিলেন ৷
advertisement

সাংবাদিক বৈঠকে শক্তিকান্ত দাস জানালেন, ‘নোট বাতিলের পরে প্রাথমিক ভাবে সরকারের উদ্দেশ্য ছিল পুরনো টাকা মার্কেট থেকে উঠিয়ে নিয়ে তার জায়গায় নতুন ২০০০ টাকার নোট নিয়ে আসা ৷ তবে সরকার এখন ৫০০ টাকার নোট নিয়েই ভাবছে ৷ সরকারের এখন পুরো নজরটাই যত দ্রুত সম্ভব ৫০০ টাকার নোট ছাপিয়ে সাধারণের হাতে তুলে দেওয়া ৷ ’

advertisement

সাংবাদিক বৈঠকে শক্তিকান্ত দাস আরও বলেন, ‘নতুন ৫০০ ও ২০০০ নোটের ডিজাইন এই প্রথমবার তৈরি হয়েছে ভারতেই ৷ নোট পরিস্থিতির প্রতিদিন উন্নতি হচ্ছে ৷ আরও ৫০০ টাকার নোট ছাপানোর ওপর জোর দেওয়া হয়েছে ৷ সাধারণ মানুষ চেষ্টা করছে ২০০০ টাকার নোট রেখে দিতে ৫০০ টাকার জোগান বাড়লে সেই প্রবণতা কমবে ৷ বিভিন্ন রাজ্যে নোট জোগানের বৈষম্য দূর করতে বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে ব্যাঙ্কগুলিতে ৷ কারেন্সি যাতে সমভাবে বিলি হয়, সেদিকে নজর রাখা হচ্ছে ৷ ব্যাঙ্কগুলি নিজেদের নজরদারি আরও বাড়িয়েছে ৫০ শতাংশ পুরনো টাকা ইতিমধ্যেই বদল হয়ে গিয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শক্তিকান্ত দাস জানান, ‘২-৩ সপ্তাহে নোট সমস্যার সমাধান হবে ৷ ২-৩ সপ্তাহে বাজারে আরও ৫০০ টাকার নোটবাড়ানো হবে ৷ ৫০০ টাকার নোটের জোগান ৷ ৮০ হাজার কোটি ১০০ টাকার নোট নতুন ছাপা হয়েছে ৷ বাজেয়াপ্ত হওয়া নতুন নোট ফের বাজারে ছাড়া হচ্ছে ৷ ব্যাঙ্ক ও এটিএমে নোটের জোগান বাড়ানো হচ্ছে ৷ ব্যাঙ্কে সন্দেহজনক লেনদেন হলে আমাদের জানান ৷ পুরনো নোট বদলাতে প্রথমে ২০০০ টাকার বেশি ছাপানো হয়েছিল ৷ এখন ৫০০ টাকার নোট বেশি ছাপানো হচ্ছে ৷ ব্যাঙ্কে, এটিএমে সপ্তাহে টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ানো হচ্ছে না ৷ ২ লক্ষের ওপর এটিএম ক্যালিব্রেট করা হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
‘সরকার জোর দিচ্ছে আরও ৫০০ টাকার নোট ছাপানোর কাজেই ’, সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের আর্থিক-বিষয়ক সচিব শক্তিকান্ত দাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল