TRENDING:

জিনিস আসতে দেরি, ফ্লিপকার্টের ডেলিভারি বয়কে ২০ বার ছুরি দিয়ে কোপাল এক মহিলা !

Last Updated:

ই-কার্ট সংস্থা ফ্লিপকার্টের ডেলিভারি বয়কে ২০ বার ছুরি দিয়ে কোপাল এক মহিলা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অনলাইনে শপিংয়ের পর সেই জিনিস ডেলিভারি হতে দেরি ৷ ব্যস তাতেই রেগে আগুন গ্রাহক ৷ ই-কার্ট সংস্থা ফ্লিপকার্টের ডেলিভারি বয়কে ২০ বার ছুরি দিয়ে কোপাল এক মহিলা ৷ ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লির নিহাল বিহারে ৷ ২৮ বছরের ডেলিভারি বয় কেশবের উপর এতটাই রেগে যান ৩০ বছরের ওই মহিলা , যে তার উপর এলোপাথাড়ি ছুরি চালাতে থাকে সে ৷ এই কাজে অবশ্য মহিলাকে সাহায্য করে তার ভাই ৷ ঘটনার পর গুরুতর আহত কেশব ৷
advertisement

গত ২৪ মার্চ নিহাল বিহারের অম্বিকা এনক্লেভে স্মার্টফোন ডেলিভারি দিতে যান ফ্লিপকার্টের ডেলিভারি বয় কেশব ৷ স্মার্টফোন পৌঁছতে দেরি করায় তাঁর উপর রেগে যায় ওই মহিলা ৷ সিসিটিভি ফুটেজেও ঘটনার অনেক কিছু ধরা পড়েছে ৷ যা তদন্তে সাহায্য করছে পুলিশকে ৷ অভিযুক্ত মহিলা এবং তার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে ৷ গুরুতর জখম কেশব আপাতত দিল্লির সঞ্জয় গান্ধি হাসপাতালে চিকিৎসাধীন ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
জিনিস আসতে দেরি, ফ্লিপকার্টের ডেলিভারি বয়কে ২০ বার ছুরি দিয়ে কোপাল এক মহিলা !