TRENDING:

তাসের ঘরের মতো ভাঙছে গাছ, কাগজের মতো উড়ছে চাল, সাইক্লোন নিসর্গের তাণ্ডবে বন্ধ মুম্বই এয়ারপোর্ট

Last Updated:

১২৯ বছরে সবচেয়ে ভয়ঙ্কর ঝড়ের মুখোমুখি বাণিজ্য নগরী ৷ নিসর্গ সতর্কতায় মুম্বই বিমানবন্দরের পরিষেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মু্ম্বই: আছড়ে পড়েছে সুপার সাইক্লোন নিসর্গ ৷ মহারাষ্ট্রের রায়গড় জেলার আলিবাগের কিছুটা দক্ষিণে মুরুদ এবং রেভদান্দার মাঝে বেলা একটা নাগাদ আছড়ে পড়ে সাইক্লোনটি ৷ নিসর্গের তাণ্ডবে মুম্বইতে তাসের ঘরের মতো উপড়ে পড়ছে গাছ ৷ কাগজের মতো ঘরের চাল উড়ছে জেলা জুড়ে ৷ ১২৯ বছরে সবচেয়ে ভয়ঙ্কর ঝড়ের মুখোমুখি বাণিজ্য নগরী ৷ নিসর্গ সতর্কতায় মুম্বই বিমানবন্দরের পরিষেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে ৷
advertisement

মুম্বই বিমানবন্দর সূত্রে খবর, 'এয়ার অথরিটি অফ ইন্ডিয়ার (এআইআই) সঙ্গে আলোচনা করে ঝোড়ো হাওয়ার কারণে দুপুর আড়াইটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত পরিষেবা ৷ কোনও বিমান নামবে না এবং এই সময়ের মধ্যে উড়বেও না কোনও বিমান।'

মহারাষ্ট্রের আলিবাগ, রায়গড়ে শুরু থেকেই ছিল এই ঘূর্ণিঝড়ের দাপট৷ একাধিক এলাকায় তছনছ হয়েছে গাছ, উড়েছে বাড়ির চাল ৷ ক্ষতিগ্রস্থ হয়েছে বহু বাড়ি ৷ প্রশাসনের তরফে সতর্ক করে বলা হয়েছে কেউ এখন যেন ক্ষতিগ্রস্থ বাড়িতে ঢোকার চেষ্টা না করে ৷ মৌসম বিভাগ জানিয়েছে, মুম্বইয়ের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে ৷ সন্ধের মধ্যেই দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে সাইক্লোন নিসর্গ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

View Survey

বাংলা খবর/ খবর/দেশ/
তাসের ঘরের মতো ভাঙছে গাছ, কাগজের মতো উড়ছে চাল, সাইক্লোন নিসর্গের তাণ্ডবে বন্ধ মুম্বই এয়ারপোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল