মুম্বই বিমানবন্দর সূত্রে খবর, 'এয়ার অথরিটি অফ ইন্ডিয়ার (এআইআই) সঙ্গে আলোচনা করে ঝোড়ো হাওয়ার কারণে দুপুর আড়াইটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত পরিষেবা ৷ কোনও বিমান নামবে না এবং এই সময়ের মধ্যে উড়বেও না কোনও বিমান।'
মহারাষ্ট্রের আলিবাগ, রায়গড়ে শুরু থেকেই ছিল এই ঘূর্ণিঝড়ের দাপট৷ একাধিক এলাকায় তছনছ হয়েছে গাছ, উড়েছে বাড়ির চাল ৷ ক্ষতিগ্রস্থ হয়েছে বহু বাড়ি ৷ প্রশাসনের তরফে সতর্ক করে বলা হয়েছে কেউ এখন যেন ক্ষতিগ্রস্থ বাড়িতে ঢোকার চেষ্টা না করে ৷ মৌসম বিভাগ জানিয়েছে, মুম্বইয়ের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে ৷ সন্ধের মধ্যেই দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে সাইক্লোন নিসর্গ ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 03, 2020 5:16 PM IST