TRENDING:

Flight: ফ্লাইটের দীর্ঘ বিলম্ব হলে আর বিমানে বসে থাকতে হবে না, নতুন নির্দেশিকা জারি করল বিসিএএস

Last Updated:

Flight: বোর্ডিংয়ের পর ফ্লাইটের দেরি হলে এখন আর বিমানে বসে থাকতে হবে না। বিমানবন্দরের ডিপারচার গেট দিয়ে বেরিয়ে যেতে পারবেন যাত্রীরা। সোমবার এই নির্দেশিকা জারি করেছে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি বা বিসিএএস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লিঃ বোর্ডিংয়ের পর ফ্লাইটের দেরি হলে এখন আর বিমানে বসে থাকতে হবে না। বিমানবন্দরের ডিপারচার গেট দিয়ে বেরিয়ে যেতে পারবেন যাত্রীরা। সোমবার এই নির্দেশিকা জারি করেছে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি বা বিসিএএস। ফ্লাইট বিলম্বের একাধিক ঘটনা সামনে আসার পর এই নির্দেশিকা জারি করা হল।
ফ্লাইট
ফ্লাইট
advertisement

আরও পড়ুনঃ বড় খবর! এবার জিআই ট্যাগ মাতাবাড়ির প্যাঁড়া! রাজ‍্যের স্বীকৃতি অর্জন খুশি মুখ‍্যমন্ত্রী

বিসিএএসের ডিরেক্টর জেনারেল জুলফিকার হাসান সোমবার বলেন, ৩০ মার্চ এয়ারলাইন্স এবং বিমানবন্দর অপারেটরদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি হয়। এখন তা বাস্তবায়ন করা হচ্ছে। হাসান বলেন, নির্দেশিকা বাস্তবায়নের জন্য বিমানবন্দর অপারেটরদের স্ক্রিনিং-সহ অবকাঠামোর ব্যবস্থা করতে হবে। যাত্রীদের নামানোর সিদ্ধান্ত সংশ্লিষ্ট এয়ারলাইন্স এবং নিরাপত্তা সংস্থাগুলোই নেবে। বিসিএএসের ৩৮তম প্রতিষ্ঠা দিবসে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান হাসান।

advertisement

বোর্ডিংয়ের পর আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না: হাসান বলেন, যাত্রীদের সুবিধার্থে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। বিমানে ওঠার পর বেশিক্ষণ ভেতরে বসে থাকতে হবে না। বোর্ডিংয়ের পরে ফ্লাইটের দীর্ঘ বিলম্ব এবং অন্যান্য জরুরি অবস্থার ক্ষেত্রে, যাত্রীদের সংশ্লিষ্ট বিমানবন্দরের ডিপারচার গেট দিয়ে বেরনোর অনুমতি দেওয়া হবে।

সম্প্রতি বিমানের কাছে যাত্রীদের খাবার খাওয়ার ছবি সামনে আসে। তারপরই সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরো চলতি বছরের ১৭ জানুয়ারি ইন্ডিগো এবং মুম্বই বিমানবন্দর অপারেটর এমআইএএল-কে ১.৮০ কোটি টাকা জরিমানা করে। ১৪ জানুয়ারি গোয়া-দিল্লির ফ্লাইট দীর্ঘ বিলম্বের পরে মুম্বই বিমানবন্দরে অবতরণ করার সঙ্গে সঙ্গে অনেক যাত্রী ইন্ডিগো বিমান থেকে বেরিয়ে টারমাকে বসে খাবার খেতে শুরু করে দেন। সেই ছবিই সামনে এসেছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হাসান বলেন, ডোমেস্টিক ফ্লাইটের সংখ্যা বাড়ছে। প্রতিদিন প্রায় ৩৫০০ বিমান ওঠানামা করে। এভিয়েশন সিকিউরিটি ওয়াচডগ এয়ারপোর্টে যাত্রীদের আরও ভাল অভিজ্ঞতা নিশ্চিত করতে স্মার্ট সিকিউরিটি লেন স্থাপন করবে বলেও জানিয়েছেন তিনি। চলতি মাসে বেঙ্গালুরু বিমানবন্দরে ফুল-বডি স্ক্যানার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দিনে এই স্ক্যানারগুলি বার্ষিক ৫০ লাখের বেশি যাত্রী পরিবহনে সক্ষম বিমানবন্দরগুলিতে চালু করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন বিসিএএসের ডিরেক্টর জেনারেল।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Flight: ফ্লাইটের দীর্ঘ বিলম্ব হলে আর বিমানে বসে থাকতে হবে না, নতুন নির্দেশিকা জারি করল বিসিএএস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল