ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক মঙ্গলবার বলেছে, দেশের সব জায়গায় বিমান পরিষেবা ‘মসৃণ এবং স্থিতিশীল‘ রয়েছে। ইথিওপিয়া থেকে আগ্নেয়গিরির ছাই উড়ে আসায় সাময়িক সমস্যা তৈরি হলেও। যাত্রীদের আশ্বস্ত করে বলা হয়েছে, চিন্তার কোনও কারণ নেই।
advertisement
আরও পড়ুন: লোকাল এবং এক্সপ্রেস মিলিয়ে রাজ্যের ৪০টি ট্রেন বাতিল! যাত্রীদের প্রবল ভোগান্তির আশঙ্কা
একটি বিবৃতিতে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, ২৩ নভেম্বর ইথিওপিয়াতে অগ্ন্যুৎপাত এবং ছাই মেঘের পূর্ব দিকে সরে যাওয়ার পর থেকে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, Air Traffic Control (ATC), India Meteorological Department (IMD), বিমান সংস্থাগুলি এবং Airports Authority of India (AAI) বিষয়টি নিয়ে ওয়াকিবহাল রয়েছে। AAI ইতিমধ্যেই প্রয়োজনীয় NOTAM জারি করেছে, এবং সমস্ত প্রভাবিত ফ্লাইটকে রিয়েল টাইমে জানানো হয়েছে, মন্ত্রণালয় জানিয়েছে।
“দেশ জুড়ে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে, শুধু কয়েকটি বিমান আগাম সতর্কতা হিসাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সময়মতো আপডেট দেব,” MoCA যোগ করেছে।
আরও পড়ুন: ডেটিং অ্যাপে যুবকের সঙ্গে পরিচয় যুগলের, অনেকে মিলে পার্টির প্ল্যান! কসবায় কেন খু*ন যুবক?
ইথিওপিয়ার হেইলি গাব্বি আগ্নেয়গিরিতে শুরু হয়েছে অগ্ন্যুৎপাত৷ সেই অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয়গিরির ছাই উড়ে আসছে ভারতের দিকে৷ দ্রুত ছাই উত্তর এবং পশ্চিম ভারতের একাংশে প্রবেশ করবে বলেই জানিয়েছে ইন্ডিয়ামেস্কাই৷ এই পরিস্থিতিতে সকালে জানা গিয়েছিল বেশ কিছু উড়ান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে একাধিক বিমান সংস্থা৷ বিমান সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের জন্য সতর্কতামূলক বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে৷
