কোভিড অতিমারীর ধাক্কায় যে ভাবে বিমান শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে, তা সামাল দিতেই এই বৃদ্ধি বলে ব্যাখ্যা দিয়েছে কেন্দ্র। একইসঙ্গে, নতুন বিজ্ঞপ্তিতে এ-ও বলা হয়েছে, কোভিড-পূর্ব পরিস্থিতিতে যে সংখ্যক যাত্রী বহণ করা হত, তার ৭০ শতাংশ নিতে পারবে। তবে 'মার্কেট লিডার' ইন্ডিগোর ক্ষেত্রে এই সীমা বাড়িয়ে ৮০ শতাংশ করা হয়েছে। সম্প্রতি, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছিলেন, ডিসেম্বরের মধ্যে বিমান কোভিড-পূর্ব যাত্রী সংখ্যা ফেরত পাবে এবং মার্চের শেষের আগেই বিমান পরিষেবা স্বাভাবিক হয়ে উঠবে। যদিও বিশেষজ্ঞদের একাংশের উদ্বেগ, এখনও পর্যন্ত শিল্পপতিদের যাতায়াত বৃদ্ধি না পাওয়ায় বেশি দামের টিকিটের চাহিদা বাড়েনি। ফলে, বিমান সংস্থাগুলি এখনও সে ভাবে লাভের মুখ দেখে উঠতে পারেনি।
advertisement
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের এক কর্তার কথায়, "এখনও পর্যন্ত বিমান সংস্থাগুলি লাভের মুখ দেখেনি। একইসঙ্গে, নতুন বিজ্ঞপ্তিতে এ-ও বলা হয়েছে, কোভিড-পূর্ব পরিস্থিতিতে যে সংখ্যক যাত্রী বহণ করা হত, তার ৭০ শতাংশ নিতে পারবে। তবে 'মার্কেট লিডার' ইন্ডিগোর ক্ষেত্রে এই সীমা বাড়িয়ে ৮০ শতাংশ করা হয়েছে। অদূর ভবিষ্যতে দেখবে এমন সম্ভাবনাও নেই। সেই কারণে এই সীমা বাড়িয়ে বিমান সংস্থাগুলিকে সামান্য সুবিধে দেওয়ার চেষ্টা করা হয়েছে।"