ধুলকোট, বলদেবনগর, গারনালা ও পঞ্জখোরা-- বিমানঘাঁটি সংলগ্ন গ্রামগুলিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ সোমবার সকালে ফ্রান্স থেকে রওনা দেয় ৫টি রাফাল বিমান৷ এই দীর্ঘ ৭ হাজার কিমি পথে আকাশে এয়ার-টু-এয়ার জ্বালানি ভরেছে রাফাল৷ এছাড়া আরব আমিরশাহিতে ফরাসি বিমানঘাঁটিতে নেমেছে একবার৷ এ দিন ৫টি রাফাল জেট যখন আম্বালায় নামবে, তখন সেখানে উপস্থিত থাকবেন বায়ুসেনা প্রধান আরকেএস ভাদৌরিয়া৷
advertisement
হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, নিরাপত্তাজনীত যাবতীয় ব্যবস্থা নিয়েছে আম্বালা পুলিশ৷ আম্বালা ক্যান্টনমেন্টের ৬ বারের বিজেপি বিধায়ক অনিল ভিজের কথায়, 'খুবই আনন্দের দিন৷ হাজার হাজার মানুষ আজ আম্বালায় রাফালকে স্বাগত জানাবেন৷'
বিজেপি-র আম্বালা সিটি বিধায়ক অসীম গয়াল আবেদন জানিয়েছেন, সন্ধে ৭টা থেকে সাড়ে ৭টা-- রাফালকে ভারতে স্বাগত জানাতে সবাই মোমবাতি জ্বালবেন৷
প্রায় ৪ বছর আগে ফ্রান্স সরকারের সঙ্গে ভারতের ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি হয় ৫৯ হাজার কোটি টাকায়৷ সেই চুক্তির প্রথম ৫টি রাফাল আজ ভারতে পৌঁছচ্ছে৷ বিভিন্ন পর্যায়ে ৩৬টি রাফাল আসবে ভারতে৷ ২০২১ সালের মধ্যে সব কটিই চলে আসবে ভারতীয় বায়ুসেনার হাতে৷