TRENDING:

২ শতাংশে নামতে পারে ভারতের আর্থিক বৃদ্ধির হার, করোনার ধাক্কায় অশনি সংকেত

Last Updated:

গত ২০ মার্চ ফিচ পূর্বাভাস দিয়েছিল, ২০২০-২১ অর্থবর্ষের জন্য ভারতের আর্থিক বৃদ্ধির হার ৫.১ শতাংশ হতে পারে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

এর আগে অবশ্য এই ফিচ-ই আগামী অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৫.১ শতাংশ হতে পারে বলে জানিয়েছিল৷ কিন্তু করোনার জেরে গোটা বিশ্বে আর্থিক মন্দার কারণে ভারতের আর্থিক বৃদ্ধির হার অনেকটাই কমে যেতে পারে৷ সত্যিই যদি ভারতের আর্থিক বৃদ্ধির হার ২ শতাংশে নামে সেক্ষেত্রে গত তিরিশ বছরে তা হবে সর্বনিম্ন৷

করোনা সংক্রমণের জেরে চিনে লকডাউন ঘোষণা হওয়ায় সেখানকার উৎপাদন শিল্পে জোর ধাক্কা লেগেছিল৷ করোনার সংক্রমণ এর পর যত গোটা বিশ্বে ছড়িয়েছে, ততই স্থানীয়ভাবে মানুষ খরচে লাগাম টেনেছে৷ চিনে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলেও গোটা বিশ্বকে মন্দা গ্রাস করতে শুরু করেছে৷

advertisement

বিবৃতিতে ফিচ জানিয়েছে, 'ফিচ এখন মনে করছে যে গোটা বিশ্বই আর্থিক মন্দার কবলে পড়তে চলেছে৷ সেই কারণেই এর আগে ২০২১ সালে শেষ হতে চলা অর্থবর্ষের জন্য ভারতে ৫.১ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হলেও বর্তমান পরিস্থিতিতে তা কমিয়ে ২ শতাংশে নামিয়ে আনা হয়েছে৷ আর তা হলে সেটা হবে গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন৷'

advertisement

গত ২০ মার্চ ফিচ পূর্বাভাস দিয়েছিল, ২০২০-২১ অর্থবর্ষের জন্য ভারতের আর্থিক বৃদ্ধির হার ৫.১ শতাংশ হতে পারে৷ ২০১৯ সালের ডিসেম্বর মাসে অবশ্য বৃদ্ধির হার ৫.৬ শতাংশ বলে পূর্বাভাস দিয়েছিল ফিচ৷ কিন্তু পরবর্তী সময়ে তা আরও কমিয়ে দেওয়া হয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ফিচ আশঙ্কা প্রকাশ করেছে, ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প সংস্থাগুলি এবং পরিষেবা ক্ষেত্রের সঙ্গে যুক্ত সংস্থাগুলি করোনার জেরে তৈরি হওয়া মন্দার কারণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে৷ মানুষ খরচায় হ্রাস টানার কারণেই এই পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
২ শতাংশে নামতে পারে ভারতের আর্থিক বৃদ্ধির হার, করোনার ধাক্কায় অশনি সংকেত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল