TRENDING:

যাত্রা শুরু করল সেমি বুলেট ট্রেন ‘গতিমান’

Last Updated:

যাত্রা শুরু করল গতিমান এক্সপ্রেস। হাইস্পিড সেমি বুলেট ট্রেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বুলেট ট্রেন না হলেও সেমি বুলেট ট্রেনটি দেশের সবথেকে বেশি গতিবেগসম্পন্ন ট্রেন বলে রেলমন্ত্রকসূত্রে খবর। মঙ্গলবার গতিমান এক্সপ্রেসের সূচনা করেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। যাত্রীদের নিয়ে রওনা হল গতিমান এক্সপ্রেস। সেমি হাই স্পিড ট্রেন গতিমান চলবে দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে আগ্রা পর্যন্ত। দু'শো কিলোমিটার পথ পেরোতে সময় লাগবে এক ঘণ্টা চল্লিশ মিনিট। রেল মন্ত্রক সূত্রে খবর, ঘণ্টায় একশো ষাট কিলোমিটার বেগে ছুটবে গতিমান। সপ্তাহে ছ'দিন চলাচল করবে ট্রেনটি। হজরত নিজামুদ্দিন থেকে সকাল ৮টা ১০ মিনিটে ট্রেনটি ছাড়বে। অন্যদিকে, আগ্রা থেকে ট্রেন ছাড়বে বিকেল ৫টা ৫০-এ। শুক্রবার চলবে না গতিমান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: যাত্রা শুরু করল গতিমান এক্সপ্রেস। হাইস্পিড সেমি বুলেট ট্রেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বুলেট ট্রেন না হলেও সেমি বুলেট ট্রেনটি দেশের সবথেকে বেশি গতিবেগসম্পন্ন ট্রেন বলে রেলমন্ত্রকসূত্রে খবর। মঙ্গলবার গতিমান এক্সপ্রেসের সূচনা করেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। যাত্রীদের নিয়ে রওনা হল গতিমান এক্সপ্রেস। সেমি হাই স্পিড ট্রেন গতিমান চলবে দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে আগ্রা পর্যন্ত। দু'শো কিলোমিটার পথ পেরোতে সময় লাগবে এক ঘণ্টা চল্লিশ মিনিট। রেল মন্ত্রক সূত্রে খবর, ঘণ্টায় একশো ষাট কিলোমিটার বেগে ছুটবে গতিমান। সপ্তাহে ছ'দিন চলাচল করবে ট্রেনটি। হজরত নিজামুদ্দিন থেকে সকাল ৮টা ১০ মিনিটে ট্রেনটি ছাড়বে। অন্যদিকে, আগ্রা থেকে ট্রেন ছাড়বে বিকেল ৫টা ৫০-এ। শুক্রবার চলবে না গতিমান।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
যাত্রা শুরু করল সেমি বুলেট ট্রেন ‘গতিমান’