রাহুলের বক্তব্য, একের পর একটা লকডাউন হয়ে চলেছে৷ তাতে আদপেই কিন্তু করোনা সংক্রমণ আটকাতে কোনও সুবিধা হচ্ছে না৷ তাঁর কথায়, 'প্রধানমন্ত্রী অস্বীকার করতে পারবেন না, তাঁর প্রথম প্ল্যান ফেল করেছে৷ প্রধানমন্ত্রী ব্যাকফুটে চলে গেলেন৷ আমি ওঁকে অনুরোধ করব, দয়া করে ফ্রন্টফুটে খেলুন৷ অতীতে কী ঘটেছে, তা নিয়ে আমি সমালোচনা করছি না৷ আমার চিন্তায় দেশের বর্তমান এবং ভবিষ্যত্৷'
advertisement
মোদির সমালোচনা করে রাহুল বলেন, 'দু মাস আগে প্রধানমন্ত্রী বললেন, আমরা ২১ দিনের একটি লড়াই লড়ব Covid-19-এর বিরুদ্ধে৷ উনি ভেবেছিলেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে ২১ দিনেই জিতে যাবেন৷ লকডাউনের উদ্দেশ্য পূরণ হয়নি৷ করোনা ভাইরাস সংক্রমণ বেড়েছে৷ এ বার কেন্দ্রের পরবর্তী স্ট্র্যাটেজি কী? আমাদের দরকার টাকার জোগান বাড়ানো৷ এটা না-হলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে৷ করোনা ভাইরাসের সমস্যাকেও ছাপিয়ে গিয়েছে দেশের বেকারত্বের হার৷'