TRENDING:

জোরকদমে চলছে 'ম্যায় ভি চৌকিদার’-এর প্রচার, সামনে এল প্রথম ভিডিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এ বার লোকসভা ভোটের আগে রাহুল গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে 'চৌকিদার চোর হ্যায়' প্রচারকে তুঙ্গে তুলতে চাইছিলেন। তাঁরা পাল্টা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 'ম্যায় ভি চৌকিদার'-র প্রচারকে গণ আন্দোলনের রূপ দিতে শুরু করেছেন।
advertisement

সেই অভিযানে প্রধানমন্ত্রী 'চৌকিদার' নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সে কথা বললেন 'চৌকিদার'দের সঙ্গে। এদিন ‘ম্যায় ভি চৌকিদার হুঁ' প্রচার অভিযানের শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের আগে তা ভারতজুড়ে ছড়িয়ে দিতে তিনি ফের ৩১ মার্চ উপস্থিত হবেন ভিডিও কনফারেন্সে, দেশের চৌকিদারদের সঙ্গে কথা বলবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দেশবাসীর সঙ্গে সুখ-দুঃখ ভাগ করে নেবেন। আর সেই প্রচারে হাওয়া লাগলো নতুন ভিডিও ‘'ম্যায় ভি চৌকিদার’৷ আজই তাঁর ফার্স্ট লুক সামনে এসেছে ৷ যেই ভিডিও’র মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের জীবনযাত্রার কথা উঠে এসেছে ৷ এবং তাঁরাই কী করে এক এক দেশের চৌকিদার, তারই বর্ণনা রয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
জোরকদমে চলছে 'ম্যায় ভি চৌকিদার’-এর প্রচার, সামনে এল প্রথম ভিডিও