দিল্লি ট্রাফিক পুলিশের পক্ষ থেক জানানো হয়েছে যে দিল্লির সীমানা পার হতে কালিন্দি কুন্ডি ব্যারাজ ফ্লাইওভার বা ডিএনডি, যে পথই বেছে নিন যাত্রীরা, তার জন্য প্রয়োজন নির্দিষ্ট পাস৷ কারণ নয়ডা জেলাশাসকের সেই পাস ছাড়া উত্তরপ্রদেশে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে৷
দেশজুড়ে ৩১ মে পর্যন্ত বেড়েছে লকডাউনের সময়সীমা৷ তবে বেশ কিছু ক্ষেত্রে ছাড়া পাওয়া গিয়েছে৷ দোকান, বাজার, অফিস খোলার অনুমতি মিলেছে লকডাউন ৪-এ৷ তবে নিজেদের পরিস্থিতি বিবেচনা করে নিয়ম বদলাতে পারে রাজ্যগুলি৷ এমন কথাও বলা হয়েছে৷ তবে রেড বা ওরেঞ্জ জোনের কনটেইনমেন্ট এলাকায় কোনও ছাড় মিলবে না৷ সেখানে আগের নিয়মে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য পাওয়া যাবে৷
advertisement
রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান যে রাজ্যবাসীর মতামত তিনি কেন্দ্রের কাছে পাঠিয়েছিলেন৷ চতুর্থ দফার লকডাউনে যে সব নিয়ম বলবত হয়েছে, তা সেই মতামতের সঙ্গে অনেকটাই মিলেছে৷ করোনা মোকাবিলায় ২৫শে মার্চ থেকে দেশজুড়ে চলছে লকডাউন৷ আপাতত লকডাউন ৪ বেড়ে হয়েছে ৩১ মে পর্যন্ত৷