জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম গৌরব সিসোদিয়া৷ তিনি গ্রেটার নয়ডার একটি পাবের মালিক এবং সেখানে সেক্টর ১৬ বি-তে রাধা স্কাই গার্ডেনে থাকেন৷ অভিযোগ, তিনি নেশার ঘোরেই এই কাণ্ডটি ঘটিয়েছিলেন৷
আরও পড়ুন: ‘মৃত্যুর পর একজন মানুষের কী হয়?’ গুগলে প্রশ্ন করেই চরম সিদ্ধান্ত ছাত্রের! তারপর যা হল…
সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা ভিডিওগুলিতে দেখা গিয়েছে যে গৌরব সিসোদিয়া একজন গার্ডের সাথে তর্ক করছেন এবং তাকে বারবার চড় মারছেন। নিরাপত্তারক্ষীকে সেই সময় বলতে শোনা যায়, “আমি আপনাকে চড় মারব কেন? আপনি গরিব মানুষের উপর অত্যাচার করছেন।“ এর জবাবে গৌরব সিসোদিয়া বলেন, “আমি গরিব মানুষকে হয়রানি করছি? আপনি কেন আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন৷ আমাকে পারলে একবার ছুঁয়ে দেখাও…।”
advertisement
ঘটনার আর একটি ক্লিপে দেখা গিয়েছে, গৌরব সিসোদিয়া গার্ডদের আঘাত করার পাশাপাশি হুমকিও দিচ্ছেন৷ কিছু মানুষ তাকে আটকে রাখার চেষ্টাও করছিলেন। এরপর তিনি নিরাপত্তারক্ষীদের গালিগালাজ করার পাশাপাশি তাদের নামে মহিলাদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন। একজন লোককে কলার ধরে ধরে তিনি এমনও বলেন যে, “এবার আমি তোমাকে গুলি করব।” জানা গিয়েছে, তিনি এরপর ওই সিকিউরিটি গার্ডের উদ্দেশ্যে ছয়বার গুলিও চালিয়েছেন৷ কপাল ভাল, এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি৷
আরও পড়ুন: রান্নার স্টোভে জ্বলছিল ছোলা ভর্তি হাড়ি, দরজা বন্ধ! বোঝার আগেই বিষাক্ত গ্যাস কেড়ে নিল প্রাণ…
শেষ খবর অনুযায়ী পুলিশ ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে৷ ডেপুটি কমিশনার অফ পুলিশ শক্তি মোহন অবস্থি জানিয়েছেন, “আবাসিক কমপ্লেক্সের নিরাপত্তা অফিসারের অভিযোগের ভিত্তিতে আমরা একটি মামলা দায়ের করেছি। আমরা পরবর্তী পদক্ষেপের জন্য সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছি। অপরাধীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে৷”