পুলিশ জানিয়েছে, যে ষাঁড়ের লড়াইকে ঘিরে এই সমস্য়ার সূত্রপাত। মহারাষ্ট্রের অমম্বরনাথে এই ঘটনাটি ঘটে। সেই সময়ে দুই ব্য়ক্তির মধ্য়ে বচসা শুরু হয়। তারপরেই এক পক্ষ অপর পক্ষের উপর হামলা চালায়। মুম্বইয়ের কাছে একটি জায়গায় গাড়ি পার্কিং করে রাখা ছিল। সেই সময়েই এক পক্ষ প্রায় ১৫-২০ রাউন্ড গুলি চালায় অপর পক্ষের উদ্দেশ্য়ে।
advertisement
সেই সময়ে ওই এালাকায় অনেকেই চলাফেরা করছিলেন। গুলি চালানোর আওয়াজে প্রাণভয়ে সকলে দৌঁড়াতে শুরু করেন। কেউ কেউ গাড়ির তলায় লুকিয়ে যান। ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ন, রাস্তায় হাঁটতে গেলে হোঁচট খাই না? কাজ করতে গেলেও ভুল হয়: মমতা
ঘটনার তদন্ত শুরু করেছে শিবাজীনগর থানার পুলিশ। পুলিশের দাবি, প্রথমে ষাঁড়ের রেসকে ঘিরে দুই ব্য়ক্তির মধ্য়ে বিবাদ হয়। সেখান থেকেই বচসার সূত্রপাত। তখনই এক পক্ষ অপর পক্ষের উপর হামলা করে। সিনেমার কায়দায়, গাড়ি করে এসে একের পর এক গুলি চালাতে শুরু করে তারা।
আরও পড়ুন, কলকাতায় 'কামড়' কাণ্ড! পুলিশকর্মী ইভাকে জেরা এ সপ্তাহেই, বয়ান রেকর্ড অরুণিমার...
এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা, তা স্পষ্ট নয়। তবে ঘটনার জেরে প্রবল আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। কী করে ওই যুবকদের হাতে এতো অস্ত্র এল, তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার বেশ কিছু ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে সাধারণ মানুষকে দৌঁড়ে পালাতে দেখা গিয়েছে।