TRENDING:

চার দিনে এই নিয়ে তিন বার ! CAA বিরোধী বিক্ষোভ চলাকালীন ফের গুলি চলল জামিয়ার বাইরে

Last Updated:

গুলির শব্দে হুড়োহুড়ি শুরু হয় চারিদিকে। সেই সুযোগে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গত চার দিনে এই নিয়ে তিন বার ৷ ফের গুলি চলল দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে ৷ সিএএ-র বিরুদ্ধে বিক্ষোভ চলছে ৷ রবিবার রাতে হঠাৎই সেখানে স্কুটিতে চেপে হাজির হয় দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি ৷ সেখানে শূন্যে গুলি চালিয়ে তারা পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা ৷ ঘটনায় কেউ আহত না হলেও স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ৷
advertisement

রাজধানী নয়াদিল্লিতে দেশের বিভিন্ন অঞ্চলের মতো গত দু’মাস ধরেই সিএএ বিরোধী আন্দোলন চলছে ৷ কিন্তু গত বেশ কয়েকদিন ধরেই আন্দোলন স্থলে গুলি চালানোর ঘটনা ঘটেছে ৷ এর আগে শাহিনবাগেও আন্দোলনকারীদের সামনে ‘হিন্দুত্ববাদের’ স্লোগান দিতে দিতে এক যুবক গুলি চালিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছিল ৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বাইরে, ৫ নম্বর ফটকের কাছে সিএএ বিরোধী বিক্ষোভে পড়ুয়ারা ছাড়াও বহু মানুষ অংশ নিয়েছিলেন। সেইসময় রাত সাড়ে ১১টা নাগাদ লাল রঙের একটি স্কুটিতে চেপে সেখানে হাজির হয় দুই ব্যক্তি। স্কুটিতে বসেই বেশ কয়েক বার শূন্যে গুলি চালায় তারা। গুলির শব্দে হুড়োহুড়ি শুরু হয় চারিদিকে। সেই সুযোগে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
চার দিনে এই নিয়ে তিন বার ! CAA বিরোধী বিক্ষোভ চলাকালীন ফের গুলি চলল জামিয়ার বাইরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল