রাজধানী নয়াদিল্লিতে দেশের বিভিন্ন অঞ্চলের মতো গত দু’মাস ধরেই সিএএ বিরোধী আন্দোলন চলছে ৷ কিন্তু গত বেশ কয়েকদিন ধরেই আন্দোলন স্থলে গুলি চালানোর ঘটনা ঘটেছে ৷ এর আগে শাহিনবাগেও আন্দোলনকারীদের সামনে ‘হিন্দুত্ববাদের’ স্লোগান দিতে দিতে এক যুবক গুলি চালিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছিল ৷
রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বাইরে, ৫ নম্বর ফটকের কাছে সিএএ বিরোধী বিক্ষোভে পড়ুয়ারা ছাড়াও বহু মানুষ অংশ নিয়েছিলেন। সেইসময় রাত সাড়ে ১১টা নাগাদ লাল রঙের একটি স্কুটিতে চেপে সেখানে হাজির হয় দুই ব্যক্তি। স্কুটিতে বসেই বেশ কয়েক বার শূন্যে গুলি চালায় তারা। গুলির শব্দে হুড়োহুড়ি শুরু হয় চারিদিকে। সেই সুযোগে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 03, 2020 7:53 AM IST