TRENDING:

Breaking: হায়দরাবাদের এগজিবিশন গ্রাউন্ডে আগুনের তাণ্ডবলীলা, গুরুতর আহত ৩

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দরাবাদ: হায়দরাবাদের নমপল্লী এগজিবিশন গ্রাউন্ডে আগুনের তাণ্ডবলীলা। লেলিহান শিখায় চোখের নিমেষে পুড়ে ছারখার হয়ে গেল অসংখ্য স্টল। তৎপরতার সঙ্গে মানুষকে মেলা প্রাঙ্গনের বাইরে বের করে আনা হয়। এখনও পর্যন্ত গুরুতর আহতের সংখ্যা ৩।
advertisement

আচমকা আগুন দেখে আতঙ্কে দিশেহারা হয়ে মানুষজন ছুটতে শুরু করলে, পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। জানা গিয়েছে, ধোঁয়ার কারণে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন রাজকুমার ও দিলোয়ার হুশেন নামের দুই ব্যক্তি। তাঁদের শরীরের কিছু অংশও পুড়ে গিয়েছে। দু'জনকেই নমপল্লীর 'কেয়ার হাসপাতালে' ভর্তি করা হয়। চলছে চিকিৎসা। যখন অগ্নিকাণ্ড ঘটে, মেলায় উপস্থিত ছিল প্রায় ২০ হাজার মানুষ। পুড়ে যায় ১০০টি দোকান। কিন্তু কীভাবে আগুন লাগল ? খতিয়ে দেখছে পুলিশ, প্রশাসন !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
Breaking: হায়দরাবাদের এগজিবিশন গ্রাউন্ডে আগুনের তাণ্ডবলীলা, গুরুতর আহত ৩