পুলিশ সূত্রের খবর, দড়ির সাহায্যে বিল্ডিং থেকে নামতে গিয়ে চার শিক্ষার্থী আহত হয়েছে। সংবাদ সংস্থা এএনআই-এর তথ্য অনুসারে, ঘটনাস্থলে ১১টি দমকল ইঞ্জিন পাঠানো হয়েছে। দমকলকর্মীরা পড়ুয়াদের সুরক্ষিত স্থানে সড়িয়ে নিয়ে গেছে।
advertisement
আরও পড়ুনঃ বাড়ির মারা যাওয়ার ছেলেটাই ৪ মাস পর মোমো খাচ্ছে রাস্তায়! যে ঘটনায় গোটা দেশে আলোড়ন…
উদ্ধার অভিযান শুরু হয়েছে। দমকল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। পুলিশের দাবি, বিদ্যুতের মিটারে আগুন লেগে যায় এবং যন্ত্রপাতি থেকে ধোঁয়া বের হওয়ার কারণে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে কোচিং সেন্টারের পেছন দিক থেকে নিচে নামতে শুরু করে।
দিল্লির ডিসিপি সুমন নালওয়া জানিয়েছেন, ‘আহত কয়েকজন ছাত্রকে কাছের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কোনও গুরুতর ক্ষয়ক্ষতি বা আহতের খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত।’ তিনি বলেন, “আগুন মাত্র এক মিটারে ছড়িয়ে পড়লেও ধোঁয়ার কারণে আতঙ্ক সৃষ্টি হয়। তবে আগুনের কারণে কেউ হতাহত হয়নি। যারা জানালা থেকে ঝাঁপ দিয়েছিলেন তাঁরা সামান্য আহত হয়েছেন,”।