TRENDING:

পশ্চিম ত্রিপুরার ভোট কেন্দ্রে রিগিংয়ে অভিযুক্ত পোলিং এজেন্টদের বিরুদ্ধে দায়ের এফআইআর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আগরতলা: লোকসভা নির্বাচনের প্রথম দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল পশ্চিম ত্রিপুরা ৷ ভোট চলাকালীন রিগিং, বুথ কেন্দ্র দখল এবং হিংসা সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনের কাছে ৷ সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত ৷ সেই তদন্তের পরই অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে ৷
advertisement

বুধবার পশ্চিম ত্রিপুরার লোকসভা কেন্দ্রের রিজিওনাল অফিসার জানিয়েছে গত ১১ এপ্রিল যারা রিগিং এবং আইনশৃঙ্খলা ভঙ্গের কাজে জড়িত ছিল এবং রিগিং, বুথ জ্যামি এবং অন্যান্য বেআইনি কাজের সঙ্গে যারা জড়িত ছিল ৷ সেই সমস্ত পোলিং এজেন্টদের চিহ্নিত করা হয়েছে ৷ বুথ কেন্দ্রে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ ৷ অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার দু’দিন আগে পিছিয়ে দেওয়া হয়েছে নির্বাচন ৷ ১৮ এপ্রিলের বদলে এই পূর্ব ত্রিপুরা আসনে ভোট হবে আগামী ২৩ এপ্রিল ৷ ১১ এপ্রিল পশ্চিম ত্রিপুরায় নির্বাচন চলাকালীন কারচুপি এবং হিংসা সংক্রান্ত ঘটনার জেরেই পিছিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় দফার নির্বাচন ৷

বাংলা খবর/ খবর/দেশ/
পশ্চিম ত্রিপুরার ভোট কেন্দ্রে রিগিংয়ে অভিযুক্ত পোলিং এজেন্টদের বিরুদ্ধে দায়ের এফআইআর