ঘটনাটি রুদ্রপ্রয়াগের। থানার এবং বিচারপতির বাসভবনের সংযোগ কেটে দেওয়ায় দুই কর্মীকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। রুদ্রপ্রয়াগের পুলিশ সুপার জানিয়েছেন, বিদ্যুৎবিভাগের ম্যানেজিং ডিরেক্টরকে গোটা ঘটনা জানানোর পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
ঠিক কি ঘটেছিল? জানা গিয়েছে, রুদ্রপ্রয়াগের বিদ্যুৎবিভাগের দুই কর্মী মহাবীর সিং এবং সুরেন্দ্র সিং লিঙ্গয়াল মাস্ক ছাড়া বাইক নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন। কর্তব্যরত দুই পুলিশকর্মী মনসুর আলি এবং বিজয় প্রতাপ রাহি তাঁদের দেখতে পেয়ে কোভিড আইন না মানার শাস্তি স্বরূপ ১০০ টাকা করে ফাইন করেন। আর তাতেই বেজায় চটে যান দু'জন। তবে পরবর্তীতে মহাবীর ফাইনের বিষয়টি মেনে নিলে সুরেন্দ্র তা মানতে চাননি।
advertisement
বিদ্যুৎবিভাগের দুই কর্মীর দাবি, তাঁদের প্রতি অবিচার করা হয়েছে। এরপরেই তাঁরা সিদ্ধান্ত নেন থানার কারেন্টের লাইন কেটে দেবেন তাঁরা। যেমন ভাবা তেমন কাজ। দু'জনে পরামর্শ করে লাইন কেটে দেন কোতোয়ালি থানা এবং বিচারকের বাসভবনের। ঘটনার তদন্তে নেমে পুলিশ বিষয়টি জানতে পারেন। তারপরেই দু'জনকে বিদ্যুৎবিভাগ থেকে সাসপেন্ড করে কর্তৃপক্ষ।