TRENDING:

ঋণ শোধ করতে না পারায় ধর্ষণ! পুলিশে অভিযোগ জানালে ছুরির কোপ নির্যাতিতাকে, গুজরাটের ঘটনায় চাঞ্চল্য

Last Updated:

ধর্ষণের সময়ে নির্যাতিতার ভিডিও করা হয় বলেও অভিযোগ উঠেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাজকোট: গুজরাটে  চাঞ্চল্যকর ঘটনা। ঋণ শোধ করতে না পারায়  অটো রিকসা চালকের স্ত্রীকে ধর্ষণ করল এক দল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোটে। ধর্ষণের সময়ে নির্যাতিতার ভিডিও করা হয় বলেও অভিযোগ উঠেছে। শুধু তাই নয় পুলিশে অভিযোগ জানালে নির্যাতিতা ও তাঁর স্বামীকে ছুড়ি দিয়েও আঘাত করে অভিযুক্তরা।
advertisement

নির্যাতিতার বয়ান অনুযায়ী জানা গিয়েছে, নির্যাতিতার স্বামী এই বছরের ফেব্রুয়ারিতে অজিত সিং চাভদা নামে এক প্রাইভেট ফাইন্যান্সারের কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। সময়মতো ঋণ পরিশোধ করতে না পারায়  চাভদা তাকে সুদ হিসাবে প্রতিদিন ১ হাজার ৫০০  টাকা দিতে জোর করে।

আরও পড়ুন: ৬,৮০০ কোটির প্রকল্পের উদ্বোধনে ভোটমুখী ত্রিপুরা-মেঘালয়ে মোদি

advertisement

নির্যাতিতা আরও জানান, তাঁর স্বামী সুদ দিতে ব্যর্থ হওয়ায়  বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে চাভদা তার ২ সঙ্গী। শুধু তাই নয়  তাকে জোর করে একটি মন্দিরে নিয়ে গিয়ে কপালে সিঁদুর পরিয়ে দেয় অভিযুক্ত। এরপর অভিযুক্তরা একাধিকবার নির্যাতিতার বাড়িতে এসে তাকে ধর্ষণ করে।

আরও পড়ুন: ৯ ডিগ্রিতেও বিশ্বকাপ জ্বরে তাতছে পাহাড়, ম্যাল-জুড়ে রঙিন পতাকার মেলা

advertisement

রাজকোট তালুকা পুলিশ তার অভিযোগ নথিভুক্ত করতে অস্বীকার করায় আদালতে যেতে বাধ্য হন নির্যাতিতা। পরে পুলিশকে ধর্ষণের অভিযোগ নথিভুক্ত করার নির্দেশ দেয় আদালত।

বাংলা খবর/ খবর/দেশ/
ঋণ শোধ করতে না পারায় ধর্ষণ! পুলিশে অভিযোগ জানালে ছুরির কোপ নির্যাতিতাকে, গুজরাটের ঘটনায় চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল