TRENDING:

Delhi Finance Ministry Official Death: মোটরসাইকেলে বিএমডব্লিউ-র ধাক্কা, দিল্লিতে কেন্দ্রের শীর্ষ আমলার মৃত্যু! দুর্ঘটনার পর মারাত্মক অভিযোগ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হল কেন্দ্রীয় সরকারের এক উচ্চপদস্থ আমলার৷ রবিবার দিল্লিতে একটি বিএমডব্লিউ গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মৃত্যু হয় কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি পদের একজন আধিকারিকের৷ ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই আমলার স্ত্রীও৷
ঘাতক বিএমডব্লিউ গাড়ি (বাঁদিকে)৷ দুর্ঘটনায় মৃত নভজ্যোৎ সিং৷
ঘাতক বিএমডব্লিউ গাড়ি (বাঁদিকে)৷ দুর্ঘটনায় মৃত নভজ্যোৎ সিং৷
advertisement

মৃত ওই আধিকারিকের নাম নভজ্যোৎ সিং (৫২)৷ তিনি ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেরার্সের ডেপুটি সেক্রেটারি পদে ছিলেন৷ দিল্লির হরি নগরের বাসিন্দা ছিলেন৷

দিল্লি পুলিশ জানিয়েছে, রবিবার বিকেলে দিল্লি ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনের কাছে রিং রোডের উপরে এই দুর্ঘটনা ঘটে৷ নিজের মোটরসাইকেলে নিয়ে ফিরছিলেন কেন্দ্রীয় সরকারের ওই শীর্ষ আধিকারিক৷ তখনই একটি বিএমডব্লিউ-র সঙ্গে ওই তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়৷

advertisement

জানা গিয়েছে, গগনদীপ সিং নামে এক মহিলা ওই গাড়িটি চালাচ্ছিলেন৷ তাঁর স্বামীও ওই সময় গাড়িতে ছিলেন৷ দুর্ঘটনার পর ওই মহিলা এবং তাঁর স্বামীই কেন্দ্রীয় সরকারের ওই আধিকারিক এবং তাঁর আহত স্ত্রীকে ওই দম্পতিই একটি ট্যাক্সি হাসপাতালে নিয়ে যায়৷

যদিও ওই দম্পতির বিরুদ্ধেই গুরুতর অভিযোগ তুলেছেন মৃত ওই আমলার ছেলে৷ তাঁর প্রশ্ন ঘটনাস্থলের কাছাকাছি কোনও হাসপাতালে না নিয়ে গিয়ে কেন প্রায় ২২ কিলোমিটার দূরে একটি হাসপাতালে নিয়ে গেলেন ওই দম্পতি৷ শুধু তাই নয়, ওই হাসপাতালের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মৃতের ছেলে৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পর নভজ্যোৎ সিং নামে ওই আমলার মৃত্যু হয়৷ তাঁর স্ত্রীও হাসপাতালে চিকিৎসাধীন৷ বিএমডব্লিউ গাড়িতে থাকা ওই দম্পতিও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন৷

advertisement

পুলিশও জানিয়েছে, যে জায়গায় ওই দুর্ঘটনা ঘটে তার থেকে ওই হাসপাতালের দূরত্ব ১৯ কিলোমিটার৷ পুলিশ আরও জানতে পেরেছে, ওই হাসপাতালের মালিকও বিএমডব্লিউ গাড়িতে থাকা দম্পতির পরিচিত৷ পুলিশের প্রাথমিক অনুমান, প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই পরিচিত কারও হাসপাতালে নভজ্যোৎ সিং এবং তাঁর স্ত্রীকে নিয়ে যাওয়া হয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর পাশাপাশি পুলিশ জানতে পেরেছে, ওই মহিলা চালকের আসনে থাকলেও গাড়িটি তাঁর স্বামী পরীক্ষিত কক্করের নামে নথিভুক্ত ছিল৷ এই দুর্ঘটনার পর পুলিশ যে এফআইআর দায়ের করেছে, তাতে বিএমডব্লিউ-এর চালক গগনদীপ সিং এবং তাঁর স্বামীর বিরুদ্ধে তথ্যগোপন এবং প্রমাণ লোপাটের অভিযোগ এনেছে পুলিশ৷ ওই দম্পতি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এখনও তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারেনি পুলিশ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Finance Ministry Official Death: মোটরসাইকেলে বিএমডব্লিউ-র ধাক্কা, দিল্লিতে কেন্দ্রের শীর্ষ আমলার মৃত্যু! দুর্ঘটনার পর মারাত্মক অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল