TRENDING:

চারদিকে শুধুই জল! ছাতা মাথায় নৌকায় সন্তানের জন্ম দিলেন মহিলা, নাম রাখলেন কৃষ্ণ, দেখুন

Last Updated:

সরকারি স্বাস্থকর্মী রয়েছেন বোটে৷ সাহায্য করছেন প্রসবে৷ খানিক পরে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন মহিলা৷ ঘটনাটি ঘটেছে অসমের বোকাখত জেলার আফালা গাঁওয়ে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: প্রবল বৃষ্টি৷ বন্যা৷ বাসুদেবের মাথায় ঝুড়িতে সদ্যোজাত কৃষ্ণ৷ খানিকটা যেন সেই অভিজ্ঞতারই সাক্ষী হল অসম৷ চারদিক জলের তলায়৷ প্রবল বৃষ্টি৷ বোটে প্রসব যন্ত্রণায় চিত্‍কার করছেন মা৷ সরকারি স্বাস্থ্যকর্মী রয়েছেন বোটে৷ সাহায্য করছেন প্রসবে৷ খানিক পরে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন মহিলা৷ ঘটনাটি ঘটেছে অসমের বোকাখত জেলার আফালা গাঁওয়ে৷
advertisement

নিজস্ব ছবি

শিশুটির নাম রাখা হয়েছে কৃষ্ণ৷ মহিলার নাম রুমি ছেত্রি৷ বন্যা বিধ্বস্ত অসমে বহু পরিবার ঘরছাড়া৷ আপাত উঁচু জায়গায় ত্রাণ শিবিরেই আশ্রয় নিচ্ছে হাজার হাজার পরিবার৷ তেমনই একটি ত্রাণ শিবিরে প্রসব যন্ত্রণা ওঠে রুমার৷ জলমগ্ন এলাকায় নিকটবর্তী হাসপাতালে মহিলাকে নিয়ে যাওয়া চেষ্টা করে পরিবার৷ কিন্তু কিছুতেই তা সম্ভব নয়৷ রুমার চিত্‍‌কার দেখতে পান স্তানীয় স্বাস্থ্যকর্মী ত্রৈলক্য সাইকিয়া৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ত্রৈলক্য তখনই ঠিক করেন, হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা মানে বিপদ ডেকে আনা৷ বোটেই যা করার করতে হবে৷ খানিক ক্ষণ চেষ্টার পরেই ওই মহিলা পুত্র সন্তানের জন্ম দেন৷ বন্যা, বৃষ্টির মধ্যে সন্তানের জন্মের পরেই নাম রাখথে সময় নেননি রুমা৷ ছেলের নাম কৃষ্ণ৷ স্বাস্থ্য কর্মীদের এই সাহায্যকে শাবাশি জানাচ্ছেন সবাই৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
চারদিকে শুধুই জল! ছাতা মাথায় নৌকায় সন্তানের জন্ম দিলেন মহিলা, নাম রাখলেন কৃষ্ণ, দেখুন