এমনই অভিনব ঘটনা ঘটেছে বিহারের মুজফফরপুরের তুর্কি থানা এলাকায়৷ ওই এলাকার লক্ষ্মীপুরের একটি প্রাথমিক স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা ছিলেন ওই দু জন৷ ওই শিক্ষিকা কিছুদিন আগেই সরকারি পরীক্ষা দিয়ে পাস করার পর ওই স্কুলে চাকরি পান৷
আরও পড়ুন: ছ’টি ঘরে ৫ জন মহিলা, সঙ্গে ৩২ জন পুরুষ! হানা দিয়ে দরজা খুলতেই লজ্জায় মুখ ঢাকল পুলিশ
advertisement
যাঁর সঙ্গে ওই তরুণীর ঘনিষ্ঠতা গড়ে ওঠে, সেই শিক্ষকের নাম রাহুল কুমার৷ স্কুলে যোগ দেওয়ার পরই রাহুলের সঙ্গে পরিচয় হয় তরুণী ওই শিক্ষিকার৷ দু জনের বাড়ি থেকে স্কুল যাওয়ার পথ একই রুটে হওয়ায় রাহুলের মোটরসাইকেলেই স্কুলে যাতায়াত শুরু করেন ওই শিক্ষিকা৷ এর পরেই গত ৩০ নভেম্বর পালিয়ে যান তাঁরা৷
এই ঘটনার পরই পুলিশের দ্বারস্থ হন নিখোঁজ শিক্ষিকার মা৷ তাঁর মেয়েকে রাহুল নামে ওই শিক্ষক অপহরণ করেছে বলে পুলিশে অভিযোগল দায়ের করেন তিনি৷ অভিযোগ পাওয়ার পর দুই শিক্ষক- শিক্ষিকার খোঁজ শুরু করেছে পুলিশ৷