কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এর জেনোমিকস অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজিতে কর্মরত শৌভিক এবং দেবজ্যোতি। মাস কয়েক আগেই তাঁরা এই পেপার স্ট্রিপ তৈরি করেন। একটি সাক্ষাৎকারে দেবজ্যোতি জানিয়েছিলেন, তার ওই স্ট্রিপটির মূল নাম এফএনসিএএস৯ এডিটর লিঙ্কড ইউনিফর্ম ডিটেকশান অ্যাসে। সংক্ষেপে বলা যায় ফেলুদা।তাছাড়া ফেলুদা তাঁদের প্রিয় চরিত্র। এই কারণেই তাঁরা তাঁদের স্ট্রিপটির এমন নামকরণ করেছিলেন।
advertisement
উল্লেখ্য বেসরকারি ল্যাবে যেখানে করোনা পরীক্ষা করতে ৪ হাজার টাকা লাগে, সেখানে ফেলুদা টেস্টে লাগবে ৫০০ টাকা মাত্র। গত ১৯ সেপ্টেম্বরই এই কিটকে সবুজ সংকেত দিয়েছিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। এবার তা বাজারজাত হতে চলেছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই কিটটি অনেকটা প্রেগনেন্সি কিটের মতো এবং ১০০ শতাংশ নিঁখুত ভাবেই কাজ করে। ফলে ঘরে বসে করোনা পরীক্ষা এবার জলভাত হতে চলেছে।