TRENDING:

PAN কার্ডে আর প্রয়োজন নেই বাবার নাম

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: PAN কার্ডে আর বাবার নাম উল্লেখ করা বাধ্যতামূলক নয় ৷ মঙ্গলবার আয়কর দফতরের পক্ষে এটা স্পষ্ট জানানো হয়েছে ৷ সন্তানের দায়িত্ব যদি মা নিয়ে থাকেন অর্থাৎ তিনিই সিঙ্গেল পেরেন্ট হন, সেক্ষেত্রে সন্তানের PAN কার্ডে বাবার নাম নাও থাকতে পারে ৷
advertisement

আয়কর নিয়মে কিছু বদল এনেছে সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস ৷ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে এবার থেকে PAN-এর আবেদন পত্রে সিঙ্গল পেরেন্ট হিসেবে মা থাকলে, তার নাম উল্লেখ করার জায়গা দেওয়া হবে ৷  এখনও বাবার নাম উল্লেখ করার রীতিই রয়েছে  PAN অ্যাপলিকেশনে ৷ নতুন নিয়ম কার্যকর হতে চলেছে ৫ ডিসেম্বর থেকে ৷

advertisement

নঙ্গিয়া অ্যাডভাইসর এলএলপি পার্টনারের পক্ষে সুরজ নঙ্গিয়া জানান যে অভিভাবক হিসেবে মা যাদের সব দায়িত্ব পালন করেন তাদের দাবিকেই গুরুত্ব জানিয়ে এই বিজ্ঞপ্তি ৷ কারণ যাদের বাবার মৃত্যু হয়েছে বা বাবা কোন দায়িত্বই পালন করেন না, তাদের ক্ষেত্রে কেন বাবার নাম উল্লেখ করা বাধ্যতামূলক হবে ? মা যখন অভিভাবক, তখন তাঁর নামটাই থাকা উচিৎ ৷ তাই নিয়ম পরিবর্তনে খুশি অনেকেই ৷

advertisement

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে বার্ষিক আড়াই লক্ষ টাকা বা তার বেশি লেনদেন হলে PAN কার্ড থাকা বাধ্যতামূলক ৷ প্রতি বছরের ৩১শে মে অাবেদন জানাতে হবে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আরও পড়ুন রাখে হরি তো মারে কে! ট্রেনে চাপা পড়া থেকে বেঁচে ফিরলেন ব্যক্তি

বাংলা খবর/ খবর/দেশ/
PAN কার্ডে আর প্রয়োজন নেই বাবার নাম