TRENDING:

'আমার মেয়েকে জ্যান্ত পোড়াল...তার এইটুকু শাস্তি?' দিল্লির ঘটনায় প্রশ্ন ছিল বাবার! পুলিশের গু*লিতে হাসপাতালে অভিযুক্ত জামাই

Last Updated:

গ্রেটার নয়ডায় বধূকে পুড়িয়ে মারার ঘটনায় নাটকীয় মোড়। স্ত্রীকে পণের জন্য পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্তের পায়ে গুলি করা হয়েছে বলে খবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: গ্রেটার নয়ডায় বধূকে পুড়িয়ে মারার ঘটনায় নাটকীয় মোড়। স্ত্রীকে পণের জন্য পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্তের পায়ে গুলি করা হয়েছে বলে খবর। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, পালানোর চেষ্টার সময়ে তাঁকে ‘এনকাউন্টার’ করা হয়েছে।
এনকাউন্টার চেয়েছিলেন মৃতার বাবা
এনকাউন্টার চেয়েছিলেন মৃতার বাবা
advertisement

পুলিশ সূত্রে খবর, পণের জন্য ২৮ বছরের নিকিকে গায়ে আগুন দিয়ে খুন করেন তাঁর স্বামী বিপিন ভাটি। তাঁর অত্যাচারের ভিডিও ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়েছে। শনিবারেই গ্রেফতার হয়েছে অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টা করেন ওই অভিযুক্ত। এরপরেই তাঁর পায়ে গুলি করেন কর্তব্যরত আধিকারিকরা।

গ্রেফতারির আগে অবশ্য নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন বিপিন। নিকি নিজেই আত্মহত্যা করেছেন।

advertisement

অন্যদিকে, মৃতার বাবা ভিখারি সিং পায়লা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আর্জি জানান, তাঁর মেয়ের মৃত্যুর জন্য দায়ী অপরাধীকে এনকাউন্টার করার। তিনি বলেন, “আমার মেয়ের খুনির কোনও শাস্তি হবে না?” এরপরেই অভিযুক্তের পালানোর এবং তাঁর পায়ে গুলি করার খবর সামনে আসে।

বাংলা খবর/ খবর/দেশ/
'আমার মেয়েকে জ্যান্ত পোড়াল...তার এইটুকু শাস্তি?' দিল্লির ঘটনায় প্রশ্ন ছিল বাবার! পুলিশের গু*লিতে হাসপাতালে অভিযুক্ত জামাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল