TRENDING:

ঘুষ দিতে না পেরে, রাজস্ব আধিকারিকের গাড়িতে বলদ বেঁধে দিলেন কৃষক

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভোপাল: এক লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন এক রাজস্ব আধিকারিক ৷ কিন্তু সেই কৃষক প্রথম দফায় ৫০ হাজার টাকা অবধি দিয়েছিলেন ওই আধিকারিককে ৷ কিন্তু বাকি ৫০ হাজার টাকা কিছুতেই জোগার করে উঠতে পারছিলেন না।
advertisement

সে কথা বারংবার তিনি ওই রাজস্ব আধিকারিককে জানিয়েছিলেন ৷ তবে কোনও লাভ হয়নি ৷ বাকি টাকা না পেলে তিনি কিছুতেই জমি কৃষকের নামে করবেন না বলে জানিয়েছিলেন। টাকা না জোগার করতে পেরে নিজের চাষের বলদটাই রাজস্ব আধিকারিককে নিয়ে নিতে বলেছিলেন। কিন্তু তাতে কাজ না হওয়ায়।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাগের চোটে শেষে নিজের চাষের বলদটাই রাজস্ব আধিকারিকের গাড়ির সঙ্গে বেঁধে দেন ওই কৃষক। স্থানীয় সংবাদ মাধ্যমে খবরটা দেখে টনক নড়ে এসডিএমের। বলদেবগড়ের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বন্দনা রাজপুত অভিযুক্ত রাজস্ব আধিকারিক নায়াব তহশিলদারের সঙ্গে যোগাযোগ করেন। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ঘুষ দিতে না পেরে, রাজস্ব আধিকারিকের গাড়িতে বলদ বেঁধে দিলেন কৃষক