TRENDING:

Family Murder: ভয়ঙ্কর ঘটনা! একই পরিবারের স্বামী, স্ত্রী ও ৩ সন্তানকে গলা কেটে খুন, ঘটনায় তীব্র চাঞ্চল্য

Last Updated:

Family Murder: উত্তর প্রদেশের মীরঠে লিসাড়ি গেট এলাকার সোহেল গার্ডেনে এক পরিবারের ৫ জনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাড়ির গেটের বাইরে ঝুলছিল তালা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফরেনসিক দল তদন্ত শুরু করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মীরঠে: উত্তর প্রদেশের মীরঠে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে৷ লিসাড়ি গেট এলাকায় এক পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
ভয়ঙ্কর ঘটনা! একই পরিবারের স্বামী, স্ত্রী ও ৩ সন্তানকে গলা কেটে খুন, ঘটনায় তীব্র চাঞ্চল্য
ভয়ঙ্কর ঘটনা! একই পরিবারের স্বামী, স্ত্রী ও ৩ সন্তানকে গলা কেটে খুন, ঘটনায় তীব্র চাঞ্চল্য
advertisement

নিহতরা হলেন মোইন, তার স্ত্রী এবং তাদের তিন সন্তান। পরিবারের এই সদস্যরা গতকাল থেকে নিখোঁজ ছিলেন। তাদের বাড়িতেই মৃতদেহ পাওয়া গেছে। স্বামী-স্ত্রীর মৃতদেহ চাদরে মোড়ানো অবস্থায় ছিল, আর বেড বক্সের ভিতরে ছিল শিশুদের মৃতদেহ।

আরও পড়ুন: ভয়ঙ্কর কাণ্ড, অর্থের বিনিময়ে স্ত্রীকে অত্যাচারের সুযোগ করে দিল স্বামী! তারপর যা হল…

advertisement

৭০ গজের বাড়ি জুড়ে জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে ছিল এবং চারদিকে রক্তের দাগ দেখা যাচ্ছিল। ফোনও বন্ধ ছিল। সন্দেহ হওয়ায় প্রতিবেশীরা তালা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করেন, আর তখনই ৫ জনের মৃতদেহের সন্ধান মেলে।

আরও পড়ুন: স্কুল থেকে হাতে হাত রেখে বাড়ি ফিরছিল ভাই-বোন, ভীমরুলের আক্রমণে ৪ বছরের শিশুর মৃত্যু!

নিহতের ভাই সলিম জানান, “আমি আমার স্ত্রীকে হাসপাতালে দেখাতে গিয়েছিলাম। এরপর ভাই মোইনের বাড়ি আসি। গতকাল সকাল ১১টা থেকে মোইনের ফোন বন্ধ ছিল। আমরা পরিবার ও আত্মীয়স্বজনদের মধ্যে খোঁজ করেছিলাম, কিন্তু কোনও সন্ধান মেলেনি। বাড়ির গেট বাইরে থেকে তালাবদ্ধ ছিল। আমরা প্রতিবেশীর ছাদ থেকে লাফিয়ে ভেতরে ঢুকি এবং তালা ভেঙে লাইট জ্বালিয়ে দেখি মৃতদেহগুলি ছড়িয়ে রয়েছে। বেডের ভিতরে ভাই এবং ভাইয়ের স্ত্রীর মৃতদেহ ছিল। বাড়ির জিনিসপত্রও ছড়িয়ে-ছিটিয়ে ছিল।”

advertisement

নিহতের ভাতিজি তারান্নুম বলেন, “গতকাল সন্ধ্যায় ফোনে কথা হয়েছিল। সেটাও চাচার সাথেই। উনি ইটের কাজ করতেন।”

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রাথমিক তদন্তে জানা গেছে, ৫ জনেরই গলা কেটে হত্যা করা হয়েছে। লাশগুলি হত্যা করার পর বেডের ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল। শিশুদের মৃতদেহগুলি প্রথমে একটি বস্তায় ভরে বেঁধে রাখা হয়েছিল, তারপর বেড বক্সে লুকিয়ে ফেলা হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Family Murder: ভয়ঙ্কর ঘটনা! একই পরিবারের স্বামী, স্ত্রী ও ৩ সন্তানকে গলা কেটে খুন, ঘটনায় তীব্র চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল