TRENDING:

‘‘২০১৪-র পরাজয় আমাকে আজকের রাহুল হতে শিখিয়েছে’’

Last Updated:

মেপে কথা বললেন, কিন্তু আত্মবিশ্বাস ঝরে পরল গলায় ৷ আবার একইসঙ্গে প্রতিশ্রুতি রাখার জেদও ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: জিতলেন তিনি ৷ সক্ষম হলেন মোদি বিজয় রথকে থামিয়ে দিতে ৷ সকালে ভোট গণনা শুরু হতেই একের পর এক বুথে এগিয়ে জেতে থাকে হাত চিহ্ন ৷ দিন গড়াতেই প্রধানমন্ত্রীর কপালের ভাঁজ আরও বাড়িয়ে চওড়া হল কংগ্রেসের হাসি ৷ আর সেই হাসি যাঁর মুখ চেয়ে, সাংবাদিক সম্মেলনে সেই ‘পাপ্প‌ু’ আজ অনেক সংযত, অনেকটাই ধীর-স্থির ৷ মেপে কথা বললেন, কিন্তু আত্মবিশ্বাস ঝরে পরল গলায় ৷ আবার একইসঙ্গে প্রতিশ্রুতি রাখার জেদও ৷
advertisement

মধ্যপ্রদেশের ফলাফল এখনও অজানা ৷ গণনা চলছে আর বাড়ছে রক্তচাপও ৷ সমানে সমানে টক্কর চলছে সেখানে ৷ যদিও মধ্যপ্রদেশে কংগ্রেসের জয় নিয়ে এতটুকু সন্দেহ নেই সভাপতির ৷ সাংবাদিক সম্মেলনে স্পষ্ট কথায় তেমনই জানিয়ে দিয়েছেন তিনি ৷

জয়ের পর সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধি বলেন, ‘‘এই জয় সকলের ৷ তিন রাজ্যে আমরা বিজেপিকে হারিয়েছি ৷ এই জয় কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ীদের ৷ এই জয় দেশের যুব সম্প্রদায়ের ৷ বদলের সময় এসে গিয়েছে ৷ সকলকে এবার এক হয়ে লড়তে হবে ৷ মোদিবিরোধী জোট ক্রমেই শক্তিশালী হচ্ছে ৷ প্রতিশ্রুতি পালনে ব্যর্থ প্রধানমন্ত্রী ৷ যুবসমাজের জন্য কর্মসংস্থান হয়নি ৷ কৃষকদের জন্য কিছু করেননি মোদি ৷ তিন রাজ্যেই বিজেপিকে হারিয়েছে আমরা ৷’’

advertisement

আত্মসমীক্ষা করতেও ভোলেননি রাহুল ৷ বলেন, ‘‘গতকালই আমি মায়ের সঙ্গে কথা বলছিলাম ৷ তখন তাঁকে বললাম, ২০১৪-র হারটাই আমার জন্য শ্রেষ্ঠ ৷ ওই পরাজয় থেকে আমি অনেক কিছু শিখেছি ৷ কী ভাবে চিন্তা-ভাবনা করা উচিত আমি শিখেছি ৷ অহঙ্কারমুক্ত কী ভাবে থাকতে হয়, তা শিখেছি ৷ ভারত মহান দেশ ৷ আর এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দেশের মানুষ কী ভাবছে ৷ আর একজন রাজনীতিবিদ হিসাবে সেই মানুষগুলো কী চাইছে সেটা বোঝাই আসল কাজ ৷ দেশবাসীর সেন্টিমেন্ট বুঝে কাজ করাটাই এখানে প্রধান ৷’’

advertisement

শুধু তাই নয়, প্রধানমন্ত্রীকে সাবধানে ঠুকতেও ছাড়েননি রাহুল ৷ বলেন, ‘‘সত্যি কথা বলতে কী, এগুলো আমাকে নরেন্দ্র মোদিই শিখিয়েছেন ৷ বুঝেছি, কী কী কাজ করা উচিত নয় ৷ ওঁনার একটা দূর্দান্ত সুযোগ ছিল ৷ ৫ বছর আগে উনি যেটা পেয়েছিলেন ৷ কিন্তু একজন বিরোধী নেতা হয়েও এটা ভেবে তাঁর জন্য খারাপ লাগে যে, উনি দেশের মানুষের হৃদয়ের কথা শুনতে চাননি ৷’’

advertisement

২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে তিন রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফলে কংগ্রেসের এই জয়, নতুন করে সমীকরণ তৈরি করছে ভারতীয় রাজনীতিতে ৷ সঙ্গে অনেকেই প্রশ্ন করছেন, নির্বাচনের আগে যে ইভিএম সমস্যার কথা রাহুল গান্ধি বলেছিলেন, তিন রাজ্যে এই জয়ের পর সেই ‘ইভিএম ইস্যু’ কী একই রকম থাকছে?

সাংবাদিক বৈঠকে এই প্রশ্নের উত্তরে সোজাসুজি রাহুল গান্ধি জানান, ‘‘সব দেশেই ইভিএমে সমস্যা, ইভিএম নিয়ে অবস্থান বদল করছি না ৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

রাহুল বলেন, ‘‘ইভিএমের সমস্যা শুধু এদেশে নয়, এটা বিশ্বের সমস্যা ৷ যদি দেশের জনতা ইভিএম দেখে স্বচ্ছন্দবোধ না করে, তাহলে তো পুরো নির্বাচন ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠবে ৷ আমরা সত্যিই নির্বাচনে জয়ী হয়েছি ৷ কিন্তু ইভিএম যে সেন্ট্রাল ইস্যু রয়েছে, ওই সমস্যা রয়েছে ৷ ইভিএমের সমস্যাটা হল, যে চিপের সাহায্যে এই মেশিন কাজ করছে সেটা যে কেউ প্রভাবিত করতে পারে ৷ যা ব্যালট ভোটে করা সম্ভব নয় ৷ রাষ্ট্রসংঘেও এই নিয়ে প্রশ্ন উঠেছে ৷ অন্যান্য দেশও মনে করছে তাদের ইভিএমের প্রয়োজন নেই ৷’’

বাংলা খবর/ খবর/দেশ/
‘‘২০১৪-র পরাজয় আমাকে আজকের রাহুল হতে শিখিয়েছে’’