TRENDING:

Hyderabad Encounter: 'খুব খুশি, ঠিক বিচার হল,' হায়দরাবাদ পুলিশকে ধন্যবাদ জানালেন নির্ভয়ার মা

Last Updated:

আশাদেবী বললেন, '৭ বছর ধরে সব মহলে দৌড়ে বেড়িয়েছি৷ এই দেশের বিচারব্যবস্থা ও সরকারের কাছে আমার অনুরোধ, নির্ভয়ার দোষীদের যত দ্রুত সম্ভব ফাঁসি দেওয়া হোক৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ২০১২ সালের ডিসেম্বরে দিল্লির নির্ভয়া গণধর্ষণের স্মৃতি আজও তাজা৷ হায়দরাবাদের নৃশংসতা ফিরিয়েছে সেই স্মৃতি৷ আজ অর্থাত্‍ শুক্রবার যখন হায়দরাবাদে গণধর্ষণ ও খুনে অভিযুক্তদের এনকাউন্টারে মৃত্যুর খবর পান, তখন খুশিতে মনটা ভরে ওঠে নির্ভয়ার মায় আশা দেবীরও৷
advertisement

সংবাদসংস্থাকে আশাদেবী বললেন, 'আমি খুব খুশি৷ হায়দরাবাদ পুলিশকে অভিনন্দন জানাতে চাই, এই পদক্ষেপ করার জন্য৷ ন্যায় বিচার হল৷ আজকের পর থেকে প্রেক্ষাপট পরিবর্তন হবে৷' ২০১২ সালে দিল্লি গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিল দেশ৷ ধর্ষকদের অবিলম্বে শাস্তির আবেদন জানিয়েছিল দেশ৷ এখনও সেই দোষীদের ফাঁসি হয়নি৷ ৫ জনের মধ্যে একজন জেলেই আত্মহত্যা করেছে৷ বাকিদের ফাঁসি হওয়ার কথা শীঘ্রই৷

advertisement

আশাদেবী বললেন, '৭ বছর ধরে সব মহলে দৌড়ে বেড়িয়েছি৷ এই দেশের বিচারব্যবস্থা ও সরকারের কাছে আমার অনুরোধ, নির্ভয়ার দোষীদের যত দ্রুত সম্ভব ফাঁসি দেওয়া হোক৷'

হায়দরাবাদের নৃশংসতার পরে আশাদেবী বলেছিলেন, 'শীঘ্রই কঠিন শাস্তি পাক দোষীরা৷ বিচারব্যবস্থার কাছে আমার অনুরোধ৷'

শুক্রবার ভোর সাড়ে ৩টেয় এনকাউন্টারে মৃত্যু হয়েছে ৪ অভিযুক্তের৷ সাইবারাবাদ পুলিশ জানিয়েছে, ওদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল৷ সেই সময়ই পালাতে চেষ্টা করে৷ সাইবারাবাদ পুলিশের কমিশনার ভি সি সজ্জানারের কথায়, 'ওদের কে আমরা জেরা করছিলাম৷ কী ভাবে ঘটনাটি ঘটায় ওরা৷ হঠাত্‍ ওরা আমাদের উপর হামলা চালায়৷ তারপর পালাতে শুরু করে৷ আমরা ওদের আত্মসমর্পণ করতে বলি৷ ওরা শোনেনি৷ কোনও উপায় না দেখে আমরা গুলি চালাই৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের৷'

advertisement

আরও ভিডিও: কী বললেন নির্ভয়ার মা, দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
ছট পুজো ঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-প্রশাসনের কড়াকড়ি! জারি করা হল 'এইসব' নির্দেশ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
Hyderabad Encounter: 'খুব খুশি, ঠিক বিচার হল,' হায়দরাবাদ পুলিশকে ধন্যবাদ জানালেন নির্ভয়ার মা