২০১৯ সালে বিয়ে করেন তাঁরা। পুরো ঘটনাটি বাগপত জেলার ছাপরাউলি থানা এলাকার, যেখানে কাকোরি কালা গ্রামের এক যুবকের সঙ্গে তুগানা গ্রামের বাসিন্দা যুক্তির বিয়ে হয়। দু’জনের এক পুত্রসন্তান রয়েছে। বেশ কিছুদিন ধরেই দুজনের মধ্যে পারস্পরিক বিরোধ চলছিল। অনেকবার নিজেদের মধ্যে হাতাহাতিও হয়েছে। পুলিশের কাছে অভিযোগের পর দু’পক্ষের বিরোধের জেরে কাউন্সেলিং করা হয়।
advertisement
জানা গিয়েছে, কাউন্সেলিং করিয়ে ফেরার পথে ওই মহিলা তাঁর প্রেমিককে ফোন করেন এবং হোটেলের ঘরে পৌঁছে যান। বিষয়টি জানতে পেরে মহিলার স্বামী ঘটনাস্থলে পৌঁছন এবং স্ত্রীকে প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরে ফেলার পরিকল্পনা করেন। কিন্তু মহিলাও হেরে যাওয়ার পাত্রী নন, তিনি স্বামী আসার খবর পাওয়া মাত্রই ১০ ফুট উঁচু ছাদ থেকে হোটেলের পেছনের ঘরের জানালা দিয়ে লাফিয়ে পড়েন। স্ত্রীর সেই কীর্তি স্বামী ভিডিও করেন।
ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, কীভাবে ওই মহিলা লাফাচ্ছেন এবং দৌড়াচ্ছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। মহিলার স্বামীর অভিযোগ, বিয়ের আগে থেকেই তার স্ত্রীর অনেকের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল এবং এখন প্রেমিকের সঙ্গে হোটেলে পৌঁছেছেন। মহিলার স্বামী জানিয়েছেন, তাঁর সন্দেহ তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মেরে ফেলতে পারে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলার প্রেমিককে আটক করেছে এবং নির্যাতিতার স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ পুরো মামলাটি তদন্ত করছে। অতিরিক্ত পুলিশ সুপার নরেন্দ্র প্রতাপ সিং বলেন, এক ব্যক্তি তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন, যার ভিত্তিতে তদন্ত চলছে।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))