ঘটনাটি ঘটেছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে। দোতলায় রয়েছে মহিলাদের সার্জিক্যাল ওয়ার্ড। এই বিষয় এক স্থানীয় বাসিন্দা এম হাসান জানিয়েছেন, "এতে অবাক হওয়ার মতো কিছুই নেই। এই দৃশ্যের সঙ্গে আমরা এলাকাবাসীরা দীর্ঘদিন ধরেই পরিচিত। প্রায়শই হাসপাতালে কুকুর ঘুরে বেড়ায়। সুযোগ পেলে তারা রোগীদের ওয়ার্ডেও ঢুকে পড়ে"।
দেখুন সেই ভিডিও---
অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ওই ওয়ার্ডে কোনও রোগী ছিলেন না। ওয়ার্ডটি ফাঁকা ছিল। কিন্তু স্থানীয়দের কথায়, ওয়ার্ড ফাঁকা থাকলেও সেখানে কুকুর ঢুকে পড়বে, এটা কোনও যুক্তিযুক্ত কথা নয়। হাসপাতালের এরকম অবহেলিত আচরণ এবং পরিছন্নতার অভাবে মানুষের প্রাণ সংশয় ঘটতে পারে বলে অভিযোগ ওঠে। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে এ রকম একটি ঘটনা ঘটেছে।
মোরাদাবাদের প্রধান মেডিক্যাল অফিসার এমসি গর্গ একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, "বিষয়টি নজরে আসতেই আমরা তদন্ত শুরু করে দিয়েছি। ঘটনাটি দোতলায় মহিলাদের সার্জিক্যাল ওয়ার্ডে ঘটেছে। তদন্ত শেষে আমরা দেখছি দোষীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়"।