নাম গুরুদেব ৷ পঞ্জাবের বাসিন্দা ৷ পেশায় সে ট্রাক ড্রাইভার ৷ তবে গুরুদেবকে মানুষ অন্যভাবেও চেনেন ৷ কারণ, মোবাইলের মধ্যে দিয়ে সে চালায় ড্রাগস শপ ৷ তবে শুধুই ট্রাক ড্রাইভার গুরুদেব নয়, এরকম ব্যবসার সঙ্গে জড়িতে পঞ্জাবের অনেকেই ৷
advertisement
পঞ্জাবে এই সমস্যা দিন দিন বাড়ছে ৷ এমনকী, গত বিধানসভা নির্বাচনে সব পার্টিই পঞ্জাবকে নেশামুক্ত করার জন্য নানা রকম প্রত্যাশা দিয়েছিলেন পঞ্জাবের মানুষকে ৷ কিন্তু সে আশা-ভরসা গভীর জলে ৷ পঞ্জাবের ত্রান তরনের বাসিন্দা মুক্তিয়ার সিং পত্তি, যিনি তাঁর একমাত্র ছেলেকে হারিয়েছেন মাদক নেশার জন্যই ৷ তাঁর কথায়, পঞ্জাবের এই চেহারা কখনও বদলাবে না ৷ সরকার বদলেছে, কিছুই বদল ঘটেনি ৷ শুধু নেশার জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে৷
সিএনএন নিউজ১৮ বহুদিন ধরেই এই ড্রাগচক্রের হদিশের পিছনে রয়েছে ৷ সেই হদিশের অংশ হিসেবেই প্রকাশ্যে এসেছে এই হেরোইনের হোম ডেলিভারির প্রসঙ্গও ৷ জানা গিয়েছে, এই হোমডেলিভারির ব্যবসা বেশিরভাগ করে থাকেন ট্রাক ড্রাইভাররাই৷ যাদের মধ্যে দিয়ে নেশা ঢুকে পড়ছে পঞ্জাবের ইয়ং জেনারেশনের শরীরে ৷