লক্ষ্য ছিল ২৭২ কিন্তু #News18IPSOSExitPoll-এর বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে তিনশোর বেশি আসন নিয়ে সরকার গড়তে চলেছে এনডিএ জোট ৷ ৫৪২ টি আসনের মধ্যে গোটা দেশ জুড়ে ২৭৬টি আসন নিজেদের দখলে রাখল বিজেপি ৷ এনডিএ-এর অন্যান্য শরিকদের ঝুলিতে ৬০টি আসন ৷
#News18IPSOSExitPoll-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী দেশ জুড়ে ব্যর্থ কংগ্রেস ৷ চলল না রাহুল-প্রিয়াঙ্কা ম্যাজিক ৷ গোটা দেশ মিলিয়ে পঞ্চাশের বেঞ্চমার্কও পেরতো পারল না কংগ্রেস ৷ হাতশিবিরের মোট আসন সংখ্যা ৪৬ ৷ এরই সঙ্গে ইউপিএর ক্ষমতায় আসার স্বপ্নভঙ্গ ৷ কংগ্রেস ছাড়া বাকি ইউপিএ শরিক দলের ঝুলিতে ৩৬টি আসন ৷ সব মিলিয়ে ইউপিএর খাতায় জমা পড়ল মোটে ১২৪টি আসন ৷
advertisement
#News18IPSOSExitPoll-এর বুথ ফেরত সমীক্ষায় প্রকাশ, মোদি-শাহ ম্যাজিকে ফেডারেল ফ্রন্ট থিয়োরিও মিশে গেল ধুলোয় ৷ উত্তরপ্রদেশে দাগ কাটতে ব্যর্থ মায়াবতী-অখিলেশের এসপি-বিএসপি ৷ অন্যদিকে, মহাজোটের অন্যতম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসেরও আসন সংখ্যা কমল পশ্চিমবঙ্গে ৷
#News18IPSOSExitPoll-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী,
তৃণমূল কংগ্রেস- ৩৮
এসপি-১০
বিএসপি-৭
টিআরএস-১২
বিজেডি-১৩
ওয়াইএসআরসিপি-১৩
বামফ্রণ্ট-১২
আম আদমি পার্টি- ১
টিডিপি- ১১
অন্যান্য- ৭
এই প্রথম পশ্চিমবঙ্গ থেকে কোনও আসন পায়নি বামফ্রণ্ট ৷ হিমাচল প্রদেশের সবকটি আসনই পেয়েছে বিজেপি ৷ গুজরাতে ২৬টি লোকসভা আসনের মধ্যে ২৫টিরই বিজেপির দখলে ৷
২০১৪ সালে একাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়েছিল বিজেপি ৷ সেবার মোদি ম্যাজিকে দলের ঝুলিতে এসেছিল ২৮২ আসন ৷ এবার বিজেপির আসন কিছু কমলেও মোটের উপর সারা দেশে নিজেদের আধিপত্য বজায় রাখল বিজেপি ৷ এনডিএ-কে সঙ্গে নিলে সেবার গেরুয়াশিবিরের মোট আসন সংখ্যা ছিল ৩৩৪টি ৷ এবার বাড়ল আরও দুটি আসন ৷
শেষ লোকসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৪৪টি আসন, ইউপিএ-কে সঙ্গে নিয়ে ঝুলিতে এসেছিল ৬০টি আসন ৷ অন্যান্যরা পেয়েছিল ১৪৯টি আসন ৷