TRENDING:

‘অভিযুক্তকে চিহ্নিত করা সত্ত্বেও গ্রেফতার করেনি পুলিশ’: কানহাইয়া

Last Updated:

‘পুলিশের উপস্থিতিতেই আমাকে সেদিন মেরেছিলেন আইনজীবীরা ৷ এমনকী, আদালত কক্ষে আমি অভিযুক্তদের শনাক্ত করা সত্ত্বেও পুলিশ তাকে গ্রেফতার করেনি ৷’ সুপ্রিম কোর্টের প্রতিনিধিদের কাছে ঠিক এটাই জানিয়েছেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার হওয়া জেএনইউএসইউ প্রেসিডেন্ট কানাহাইয়া কুমার ৷ গত ১৭ ফেব্রুয়ারি কানহাইয়া কুমারকে পাতিয়ালা হাউস কোর্টে পেশ করার সময় পুলিশের উপস্থিতিতে একদল আইনজীবী হামলা চালান চালান তাঁর উপরে ৷ জেএনইউ ছাত্র সংসদ নেতার বয়ানে এদিন আরও স্পষ্ট হল পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:‘পুলিশের উপস্থিতিতেই আমাকে সেদিন মেরেছিলেন আইনজীবীরা ৷ এমনকী, আদালত কক্ষে আমি অভিযুক্তদের শনাক্ত করা সত্ত্বেও পুলিশ তাকে গ্রেফতার করেনি ৷’ সুপ্রিম কোর্টের প্রতিনিধিদের কাছে ঠিক এটাই জানিয়েছেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার হওয়া জেএনইউএসইউ প্রেসিডেন্ট কানাহাইয়া কুমার ৷ গত ১৭ ফেব্রুয়ারি কানহাইয়া কুমারকে পাতিয়ালা হাউস কোর্টে পেশ করার সময় পুলিশের উপস্থিতিতে একদল আইনজীবী হামলা চালান চালান তাঁর উপরে ৷ জেএনইউ ছাত্র সংসদ নেতার বয়ানে এদিন আরও স্পষ্ট হল পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ ৷
advertisement

সু্প্রিম কোর্টের প্রতিনিধিদের কাছে দেওয়া কানহাইয়া কুমারের বয়ানের এক্সক্লুসিভ ফুটেজ এদিন প্রকাশ করেছে সিএনএনআইবিএন ৷ সেই ফুটেজে কানহাইয়ার বয়ানেই স্পষ্ট ১৭ ফেব্রুয়ারি আসলে কি ঘটেছিল ৷ কানহাইয়া বলেছেন, ‘পুলিশ ওই দিন আমাকে কোর্টের ভিতরে আনতেই আইনজীবীর পোশাক পরা একদল লোক আমার উপর ঝাঁপিয়ে পড়ে ৷ মনে হল, যেন ওরা আমাকে আক্রমণ করার জন্যই ওখানে অপেক্ষা করছিল ৷ আক্রমণকারীদের বাকিদেরও তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ডাকাডাকি করছিল ৷ আমার নাম করে চিৎকার করে বাকিদের ডেকে বলছিল যে আমি পৌঁছে গিয়েছি ৷ ওরা পুলিশের সামনেই আমাকে মারধর করে ৷ এমনকী আমার জামাকাপড়ও ছিঁড়ে ফেলতে চেয়েছিল ৷ ’ এখানেই শেষ নয় ৷ এই আক্রমণের পর কানহাইয়া আক্রমণকারীদের বিরুদ্ধে পুলিশের কাছে রিপোর্ট লেখাতে চেয়েছিল, কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ৷

advertisement

এই ভিডিও ফুটেজ থেকে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য ৷ কোর্টে কানহাইয়া কুমারের শুনানি চলাকালীনও উপস্থিত ছিলেন তার আক্রমণকারীরা ৷ কানহাইয়া নিজেই এই কথা সুপ্রিম কোর্টের প্রতিনিধিদের জানিয়েছেন ৷ কানহাইয়ার বক্তব্য, ‘ওদের মধ্যে একজন শুনানির সময় কোর্ট রুমের পিছনের দিকে দাঁড়িয়েছিলেন ৷ আমি তাঁকে দেখিয়ে পুলিশকে জানাই এই ব্যক্তি ওই আক্রমণকারীদের মধ্যে একজন ৷ কিন্তু পুলিশ তাকে আটক করা তো দূর, সেখান থেকে চলে যেতে দেয় ৷’ কানাহাইয়ার আরও অভিযোগ, তাঁর আক্রমণকারীদের মধ্যে সাতজন পুলিশ অফিসারও ছিলেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

গ্রেফতার হওয়ার পর এই প্রথম কানহাইয়া কুমারের কোনও বয়ান সংবাদ মাধ্যমের সামনে এল ৷ ভিডিও প্রকাশ্যে আসার পর দিল্লি পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে নতুন করে সরব হয়েছেন বিরোধী রাজনীতিবিদ থেকে জেএনইউ পড়ুয়ারা ৷

বাংলা খবর/ খবর/দেশ/
‘অভিযুক্তকে চিহ্নিত করা সত্ত্বেও গ্রেফতার করেনি পুলিশ’: কানহাইয়া