TRENDING:

‘অভিযুক্তকে চিহ্নিত করা সত্ত্বেও গ্রেফতার করেনি পুলিশ’: কানহাইয়া

Last Updated:

‘পুলিশের উপস্থিতিতেই আমাকে সেদিন মেরেছিলেন আইনজীবীরা ৷ এমনকী, আদালত কক্ষে আমি অভিযুক্তদের শনাক্ত করা সত্ত্বেও পুলিশ তাকে গ্রেফতার করেনি ৷’ সুপ্রিম কোর্টের প্রতিনিধিদের কাছে ঠিক এটাই জানিয়েছেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার হওয়া জেএনইউএসইউ প্রেসিডেন্ট কানাহাইয়া কুমার ৷ গত ১৭ ফেব্রুয়ারি কানহাইয়া কুমারকে পাতিয়ালা হাউস কোর্টে পেশ করার সময় পুলিশের উপস্থিতিতে একদল আইনজীবী হামলা চালান চালান তাঁর উপরে ৷ জেএনইউ ছাত্র সংসদ নেতার বয়ানে এদিন আরও স্পষ্ট হল পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:‘পুলিশের উপস্থিতিতেই আমাকে সেদিন মেরেছিলেন আইনজীবীরা ৷ এমনকী, আদালত কক্ষে আমি অভিযুক্তদের শনাক্ত করা সত্ত্বেও পুলিশ তাকে গ্রেফতার করেনি ৷’ সুপ্রিম কোর্টের প্রতিনিধিদের কাছে ঠিক এটাই জানিয়েছেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার হওয়া জেএনইউএসইউ প্রেসিডেন্ট কানাহাইয়া কুমার ৷ গত ১৭ ফেব্রুয়ারি কানহাইয়া কুমারকে পাতিয়ালা হাউস কোর্টে পেশ করার সময় পুলিশের উপস্থিতিতে একদল আইনজীবী হামলা চালান চালান তাঁর উপরে ৷ জেএনইউ ছাত্র সংসদ নেতার বয়ানে এদিন আরও স্পষ্ট হল পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ ৷
advertisement

সু্প্রিম কোর্টের প্রতিনিধিদের কাছে দেওয়া কানহাইয়া কুমারের বয়ানের এক্সক্লুসিভ ফুটেজ এদিন প্রকাশ করেছে সিএনএনআইবিএন ৷ সেই ফুটেজে কানহাইয়ার বয়ানেই স্পষ্ট ১৭ ফেব্রুয়ারি আসলে কি ঘটেছিল ৷ কানহাইয়া বলেছেন, ‘পুলিশ ওই দিন আমাকে কোর্টের ভিতরে আনতেই আইনজীবীর পোশাক পরা একদল লোক আমার উপর ঝাঁপিয়ে পড়ে ৷ মনে হল, যেন ওরা আমাকে আক্রমণ করার জন্যই ওখানে অপেক্ষা করছিল ৷ আক্রমণকারীদের বাকিদেরও তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ডাকাডাকি করছিল ৷ আমার নাম করে চিৎকার করে বাকিদের ডেকে বলছিল যে আমি পৌঁছে গিয়েছি ৷ ওরা পুলিশের সামনেই আমাকে মারধর করে ৷ এমনকী আমার জামাকাপড়ও ছিঁড়ে ফেলতে চেয়েছিল ৷ ’ এখানেই শেষ নয় ৷ এই আক্রমণের পর কানহাইয়া আক্রমণকারীদের বিরুদ্ধে পুলিশের কাছে রিপোর্ট লেখাতে চেয়েছিল, কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ৷

advertisement

এই ভিডিও ফুটেজ থেকে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য ৷ কোর্টে কানহাইয়া কুমারের শুনানি চলাকালীনও উপস্থিত ছিলেন তার আক্রমণকারীরা ৷ কানহাইয়া নিজেই এই কথা সুপ্রিম কোর্টের প্রতিনিধিদের জানিয়েছেন ৷ কানহাইয়ার বক্তব্য, ‘ওদের মধ্যে একজন শুনানির সময় কোর্ট রুমের পিছনের দিকে দাঁড়িয়েছিলেন ৷ আমি তাঁকে দেখিয়ে পুলিশকে জানাই এই ব্যক্তি ওই আক্রমণকারীদের মধ্যে একজন ৷ কিন্তু পুলিশ তাকে আটক করা তো দূর, সেখান থেকে চলে যেতে দেয় ৷’ কানাহাইয়ার আরও অভিযোগ, তাঁর আক্রমণকারীদের মধ্যে সাতজন পুলিশ অফিসারও ছিলেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

গ্রেফতার হওয়ার পর এই প্রথম কানহাইয়া কুমারের কোনও বয়ান সংবাদ মাধ্যমের সামনে এল ৷ ভিডিও প্রকাশ্যে আসার পর দিল্লি পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে নতুন করে সরব হয়েছেন বিরোধী রাজনীতিবিদ থেকে জেএনইউ পড়ুয়ারা ৷

বাংলা খবর/ খবর/দেশ/
‘অভিযুক্তকে চিহ্নিত করা সত্ত্বেও গ্রেফতার করেনি পুলিশ’: কানহাইয়া