TRENDING:

তাপমাত্রা মাইনাস ৪০, বরফ ৪০ ফিট ! লাদাখে জওয়ানদের জন্য বিশেষ আবাসন

Last Updated:

নভেম্বর মাস থেকেই লাদাখের বিভিন্ন জায়গায় তামপাত্রা নেমে যায় প্রায় মাইনাস ৪০ এবং তার নীচে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এপ্রিল থেকেই চিনের সঙ্গে সংঘর্ষ নিয়ে উত্তপ্ত লাদাখ ৷ লাদাখে সীমানার দিকে বিশেষ নজর দিতেই সেনাবাহিনীও সব সময়ই তটস্থ ৷ তবে নভেম্বর মাস পড়তেই এখন ভারতীয় সেনাবাহিনীর বড়সড় চিন্তা, লাদাখের আবহাওয়া ৷ ইতিমধ্যেই কাশ্মীর উপত্যকায় রোজই তুষারপাত হতে শুরু করেছে ৷ লাদাখের উঁচু এলাকা ইতিমধ্যেই বরফে ঢাকতে শুরু করেছে ৷
advertisement

নভেম্বর মাস থেকেই লাদাখের বিভিন্ন জায়গায় তামপাত্রা নেমে যায় প্রায় মাইনাস ৪০ এবং তার নীচে ৷ বহু জায়গাতেই ৩০-৪০ ফিট বরফও জমে যায় ৷ এই অবস্থায় সেনাবাহিনীর থাকাটা অত্যন্ত কষ্টকর ৷

সেটাকে মাথায় রেখেই এবার লাদাখে জওয়ানদের জন্য বিশেষ সুবিধাযুক্ত আবাসন তৈরি হলো ৷

তা কী কী ব্যবস্থা থাকছে এই আবাসনে?

এখানে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে পানীয় জলের ওপর ৷ থাকছে গরম জলের ব্যবস্থা ৷ স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ আর এসব কথা মাথায় রেখেই বিশেষভাবে সাজানো হয়েছে আবাসনের প্রতিটি কোণাকে ৷

advertisement

সেনা তাঁবুতেও থাকছে বিশেষ হিটিং ব্যবস্থা ৷ শুধু তাই নয়, সেনাদের চিকিৎসার কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা তৈরি করা হয়েছে এই আবাসনে৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আপৎকালীন পরিস্থিতির জন্য পর্যাপ্ত পরিকাঠামো জওয়ানদের দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে। আমেরিকা থেকে বিশেষ ঠান্ডায় পরার পোশাক ইতিমধ্যেই আমদানি করেছে ভারত। আর এবার বিশেষ আবাসনের ব্যবস্থা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
তাপমাত্রা মাইনাস ৪০, বরফ ৪০ ফিট ! লাদাখে জওয়ানদের জন্য বিশেষ আবাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল