প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জেটলির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ৷ শুধুই তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না ৷ রাজনৈতিক মতাদর্শ আলাদা থাকলেও বিরোধীদের সঙ্গেও তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ৷ বিশেষত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গান্ধি পরিবারের সঙ্গেও তাঁর আন্তরিক সম্পর্ক ছিল ৷
advertisement
তাঁর প্রয়াণে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং শোকজ্ঞাপন করেছেন ৷ তিনি শোকবার্তায় জানিয়েছেন একজন বর্ষীয়ান আইনজীবী, দক্ষ প্রশাসক, সাংসদ, সর্বোপরি একজন ভাল রাজনৈতিক ব্যক্তিত্বকে দেশ হারাল, এই ক্ষতি সারা দেশের ক্ষতি ৷ এই ক্ষতি কোনও ভাবেই পূরণ করা সম্ভব নয় ৷
Location :
First Published :
August 24, 2019 4:02 PM IST