TRENDING:

চলছে লকডাউন, মাঝরাস্তায় গাড়ি রেখে, বনেটের উপর কেক কেটে বার্থ ডে পালন প্রাক্তন বিধায়কের

Last Updated:

তিনি দলের এক কর্মীর জন্মদিনের পার্টি সেলিব্রেট করছেন অনেক অনুগামীদের নিয়ে । মাঝ রাস্তায় গাড়ি বনেটে রয়েছে বার্থ-ডে কেক । সেই কেক কেটে উল্লাস করছেন তাঁরা ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়ডা: দেশে শুরু হয়েছে পঞ্চম দফার লকডাউন । যাকে আনলক ওয়ান-ও বলা হচ্ছে । আনলকের প্রথম পর্যায়ে যানবাহন, শপিংমল, রেস্তোরাঁ, মন্দির-মসজিদ, দোকানপাট সবই খুলছে । তবে কেন্দ্রীয় সরকারের কিছু গাইডলাইন মেনেই সে কাজ করা হচ্ছে । প্রথমত মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে এবং সর্বত্র বারবার সামাজিক দূরত্ব মেনে চলতে বলা হচ্ছে ।
advertisement

কিন্তু সমাজের দায়িত্ববান নাগরিকরাই বারবার দায়িত্বজ্ঞান হীনতার পরিচয় দিচ্ছেন । এবার ঘটনাস্থল নয়ডা । সেখানে দেখা গেল দিব্যি মাস্ক ছাড়াই, সামাজিক দূরত্বের পরোয়া না করে জন্মদিনের পার্টি দিচ্ছেন প্রাক্তন বিধায়ক ।

উত্তরপ্রদেশের দেবাইয়ের দু’বারের নির্বাচিত বিধায়ক ভগবান শর্মা ওরফে গুড্ডু পন্ডিতের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় । তাতে দেখা যায়, প্রাক্তন ওই বিধায়ক দলের এক কর্মীর জন্মদিনের পার্টি সেলিব্রেট করছেন অনেক অনুগামীদের নিয়ে । মাঝ রাস্তায় গাড়ি বনেটে রয়েছে বার্থ-ডে কেক । সেই কেক কেটে উল্লাস করছেন তাঁরা ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পরে গুড্ডু পন্ডিত জানান, নয়ডা থেকে মায়ের শেষকৃত্যের কাজ সেরে নিজের গাড়িতে করে ফিরছিলেন তিনি । সে সময় রাস্তায় অনুগামীরা তাঁর গাড়ি দাঁড় করিয়ে কেক কাটার অনুরোধ করেন । এক যুবকের জন্মদিন ছিল সেদিন । তিনি বারবার নিষেধ করা সত্ত্বেও নাকি তাঁকে ছাড়তে চাননি ভক্তরা ।

বাংলা খবর/ খবর/দেশ/
চলছে লকডাউন, মাঝরাস্তায় গাড়ি রেখে, বনেটের উপর কেক কেটে বার্থ ডে পালন প্রাক্তন বিধায়কের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল