অভিযুক্তের নাম রাহুল, যিনি একজন কুখ্যাত অপরাধী বলে পুলিশ জানিয়েছে। তিনি ‘স্টার’ রাহুল নামেও পরিচিত এবং তাঁর বিরুদ্ধে এক ডজনেরও বেশি অপরাধমূলক মামলা রয়েছে, যার মধ্যে খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগও রয়েছে। ২০২২ সালে গ্রেপ্তার এড়াতে গিয়ে পুলিশ তাঁকে গুলি করেছিল বলেও জানা গেছে।
advertisement
কী ঘটেছিল ওই রাতে? পুলিশ সূত্রে খবর, রবিবার মাঝরাতে রাহুল ও তাঁর এক সঙ্গী মোটরসাইকেলে করে তাঁর প্রাক্তন প্রেমিকার বাবার বাড়ির সামনে পৌঁছান। সেখানেই তিনি ওই ব্যক্তির উদ্দেশে চিৎকার করে অভিযোগ করতে থাকেন, গালাগালিও দেন। বারবার এই কথাই শোনা যায় যে, তাঁর মেয়ে ও রাহুলের সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য মেয়ের বাবাই দায়ী।
যখন কেউ তাঁর সামনে আসেনি, তখন রাহুল ওই ব্যক্তির ছেলের বাইকে আগুন লাগিয়ে দেন। এরপর তিনি চলে যান অন্য একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে, যেখানে তাঁর প্রাক্তন প্রেমিকা তাঁর মায়ের সঙ্গে থাকতেন। সেখানে পার্কিং লটে গিয়ে তিনি প্রেমিকার মায়ের গাড়িতে আগুন লাগিয়ে দেন। আগুনের ফলে পাশের আরও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন: ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা! সারাদিন কাজের পর আর বাড়ি ফেরা হল না ৭ শ্রমিকের, অটোকে পিষে দিল ট্রাক…
এই ঘটনার সময় এক নিরাপত্তারক্ষী বাধা দেওয়ার চেষ্টা করলে, রাহুল তাঁকেও আক্রমণ করেন এবং তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পুলিশি তদন্ত ও অভিযানের অগ্রগতি – ঘটনার পর পুলিশ তিনটি পৃথক মামলা দায়ের করেছে এবং অভিযুক্ত রাহুলের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে। বেঙ্গালুরু জুড়ে তাঁকে ধরতে তৎপর রয়েছে পুলিশ।