তরুণ গগৈ আরও বলেন, "আমি জানতে পেরেছি বিজেপি অসমের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীদের যে তালিকা প্রস্তুত করেছে, তাতে রঞ্জন গগৈ-এর নাম রয়েছে। আমার অনুমান তিনিই বিজেপির আগামী নির্বাচনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী।" তরুণ গগৈয়ের দাবি, প্রাক্তন প্রধান বিচারপতি যদি রাজ্যসভার সাংসদ হতে পারেন তাহলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার প্রস্তাবেও তিনি সায় দিতে পারেন।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তিনি দীর্ঘদিন ধরে চলা অযোধ্যা রাম মন্দির মামলার নিষ্পত্তি করেছেন। তাঁর নেতৃত্বাধীন বেঞ্চ বিতর্কিত জমিতে রাম মন্দির গড়ার পক্ষে রায় দেয়। এরপর থেকেই রঞ্জন গগৈকে নিয়ে একের পর এক বিতর্ক দানা বেঁধেছে। সেই তালিকায় নয়া সংযোজন তরুণ গগৈ-এর এই বিস্ফোরক দাবি।
advertisement
অসমের বিজেপি সভাপতি রঞ্জিত কুমার এ প্রসঙ্গে বলেন, "মানুষ অযৌক্তিক অনেক কথা বলেন। রঞ্জন গগৈ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার বিষয়টাই খানিকটা তেমনই। আমি আগেও অনেক প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। কিন্তু তরুণ গগৈয়ের মতো ভিত্তিহীন কথা কেউ বলেন না। তাঁর এই কথার কোনও ভিত্তি নেই।"