সেই প্রসঙ্গেই এদিন অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন জাতীয়তাবাদের সঙ্গে নির্বাচনের কোনও বিরোধিতা নেই । যদি নির্বাচনের আগে জাতীয়তাবাদ নিয়ে আলোচনা হয়, তাতে সমস্যা কোথায়-প্রশ্ন তুলেছেন শাহ ।
তিনি বলেছেন জাতীয়তাবাদকে কেন্দ্র করে যদি নির্বাচন হয় তাতে কোনও ভুল নেই, বরং প্রত্যেকটি নির্বাচনই জাতীয়তাবাদী ভাবধারার উপর ভিত্তি করে হওয়া দরকার । পাশাপাশি তিনি জানিয়েছেন নির্বাচনের আগে মিশন শক্তি নিয়ে নরেন্দ্র মোদির ভাষণে ভুল কিছু ছিল না, একজন জনপ্রতিনিধি এটি তাঁর কর্তব্যে| মিশন শক্তির সঙ্গে ভোটের সম্পর্ক নেই,প্রধানমন্ত্রী মানুষকে কেবলমাত্র মিশন শক্তির তথ্য দিয়েছেন ও এই ধরনের ঘোষণা ইন্দিরা গান্ধির শাসনকাল থেকেই হয়ে আসছে ।
advertisement
এদিনের অনুষ্ঠানে পুলওয়ামা সহ বিভিন্ন সন্ত্রাসবাদী হামলায় শহিদ জওয়ানদের পরিবারের সদস্যদের বিশেষ সম্মান জানিয়েছেন অমিত শাহ ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 31, 2019 11:03 PM IST