প্রশ্ন: রাহুল গান্ধি জানিয়েছেন পঞ্জাবের কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে লড়বেন ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ আপনার কী মনে হয় এতে কংগ্রেসের শক্তি আরও বৃদ্ধি পাবে ?
উত্তর: নির্বাচনের কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী কে হবে তা ঘোষণা করার কী ছিল ? এমন কী ঘটে গেল যে এই পদক্ষেপ নিতে হল ? এটার একটাই কারণ হচ্ছে কংগ্রেস আগামী নির্বাচনে হারতে চলেছে ৷ তাই তারা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে কংগ্রেসের পরিস্থিতির উন্নতি করাতে চেয়েছেন ৷ কিন্তু পঞ্জাবের মানুষ তাদের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী কেন অমরিন্দর সিংকে যদি নিজেকেও প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করত তাতেও কিছু হত না ৷ এমনকী ভগবানও কংগ্রেসকে বাঁচাতে পারবে না ৷ আজ রোড শো-তে দেখেছেন ক্যাপ্টেন সাহেব নিজের নির্বাচনী কেন্দ্র থেকে হারছেন ৷
advertisement
প্রশ্ন: আপনি ওনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ৷ তাই আপনি তো বলবেনই যে উনি হারছেন ৷ তবে পাটিয়ালা থেকে অমরিন্দরের হারের সম্ভাবনা কী সত্যি রয়েছে ?
উত্তর: মানুষ এরকম কথা বলছে ৷ আপনি উপস্থিত ছিলেন ওখানে ৷ আপনি মানুষের সঙ্গে কথা বলেছেন ৷ আম জনতা বলেছে যে তারা আম আদমিকে ভোট দেবে ৷
প্রশ্ন: এটা সত্যি আপ-এর জনসমর্থন বেশি হলেও, পাটিয়ালা কিন্তু ক্যাপ্টেনের হোমগ্রাউন্ড
উত্তর: ছিল ৷ কিন্তু মানুষ বদল চাইছে ৷ সবাই কংগ্রেস-অকালী-বাজপা থেকে মুক্তি চাইছে ৷পঞ্জাবকে ড্রাগসের দিকে ঠেলে দিয়েছে যে রাজনৈতিক দলগুলি তার থেকে বদল চাইছে সাধারণ মানুষ৷ যখন পঞ্জাবে ড্রাগস বিক্রি করা হত তখন কোথায় ছিল ক্যাপ্টেন ? গত দশ বছর ধরে কী করছিলেন তিনি ? তার সময় থেকেই রাজ্যে ড্রাগসের রমরমা শুরু হয় ৷ আগে মানুষের কাছে অন্য কোনও অপশন ছিল না ৷ কিন্তু এবার তা আছে আর তাই এবার তারা আপ কে ভোট দেবেন ৷
প্রশ্ন: আপ কেন তাদের পদপ্রার্থী কে হবে তা ঘোষণা করেনি ?
উত্তর: নির্বাচনের পর সমস্ত বিধায়করা সিদ্ধান্ত নেবে কে মুখ্যমন্ত্রী হবে ৷