৩৭০ ধারা বাতিলের পর বেশ কয়েকবার কাশ্মীরে ঢোকার চেষ্টা করেন কংগ্রেসের কিছু নেতা৷ তবে পথেই আটকে দেওয়া হয় তাদের৷ তাই বিদেশী এই প্রতিনিধিদের কাশ্মীর যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস নেতারা৷ রাহুল গান্ধি ট্যুইটে লিখেছেন যে বিদেশী প্রতিনিধিরা কাশ্মীর যেতে পারলেও, দেশের প্রতিনিধিদের ঢুকতে দেওয়া হচ্ছে না৷ মেহবুবা মুফতি জানিয়েছেন যে মঙ্গলবার বোর্ডের পরীক্ষা রয়েছে৷ পরিস্থিতি যাই হোক না কেন, কাশ্মীরে শান্তি বজায় আছে তুলে ধরেতে, পড়ুয়াদের পরীক্ষায় হাজিরা দিতেই হবে৷ বিদেশী প্রতিনিধিদের এই সফর নিয়ে মেহবুবার প্রতিক্রিয়া, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু বাইরের লোক আসছেন!
advertisement
আরও শেষ ৩ দিনের লড়াই, মৃত্যুর কোলে ঢলিয়ে পড়ল গর্তে আটকে থাকা ২ বছরের শিশু
বিরোধীদের অভিযোগ, আন্তর্জাতিক মহলে দেশের এবং বিশেষ করে কাশ্মীর পরিস্থিতি নিয়ে ইতিবাচক বার্তা দিতেই বিজেপি সরকারের এই চাল৷ যদিও প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা কাশ্মীরের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেই কাশ্মীরের পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন৷