ইইউ-এর তরফে এ দিন ঘোষণা করা হয়েছে, ভারতের আমফান প্রভাবিত এলাকাগুলির পুনর্গঠনের জন্য প্রাথমিক ভাবে ৫,৪৫,০০০ মার্কিন ডলার অর্থ সাহায্য করা হবে৷ ভারতীয় মুদ্রায় যার মূল্য চার কোটি টাকার কিছু বেশি৷ পাশাপাশি বাংলাদেশকেও ১,০৯,০০০ মার্কিন ডলার সাহায্য করা হচ্ছে বলে ইউরোপীয় ইউনিয়নের তরফে জানানো হয়েছে৷ সঙ্কটের মধ্যে থাকা মানুষের কাছে দ্রুত সাহায্য পৌঁছে দেওয়ার জন্যই ইউরোপীয় ইউনিয়ন দ্রুত এই অর্থ বরাদ্দ করেছে বলে জানানো হয়েছে৷
advertisement
আমফানের তাণ্ডব আন্তর্জাতিক স্তরেও আলোড়ন ফেলে দিয়েছে৷ রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে, ২০০৯ সালে আছড়ে পড়া ঘূর্ণিঝড় আয়লার থেকেও বেশি শক্তিশালী আমফান৷ রাষ্ট্রসঙ্ঘের তরফে বলা হয়েছে, 'ভারতে রাষ্ট্রসঙ্ঘের দল জানিয়েছে, কলকাতাকে এবং তার সংলগ্ন এলাকাগুলিতে আছড়ে পড়া ঘূর্ণিঝড় আমফান বিস্তীর্ণ এলাকা জুড়ে ক্ষয়ক্ষতি চালিয়েছে৷ এখন মনে করা হচ্ছে, ২০০৯ সালে ওই অঞ্চলে আছড়ে পড়া আয়লার থেকেও এই ঘূর্ণিঝড় বেশি বিধ্বংসী ছিল৷'