জানা গিয়েছে, আগামী দিনে প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে আধারের ব্যবহার বাধ্যতামূলক হতে চলেছে। এতদিন সময়সীমা ছিল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার সেই সময়সীমা বাড়ল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। ২৮ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত তা বাড়ানো হয়েছে৷
পেনশন উপভোক্তাদের ক্ষেত্রের কার্যকর হতে চলেছে একই নিয়ম ৷ এমনকি ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ক্ষেত্রেও আধার কার্ড বাধ্যতামূলক ৷ একই সঙ্গে পেনশনারদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমার শেষ দিনও ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে । ইপিএফও দফতরের তরফে জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনেকেই আধার কার্ড পাবেন না ৷ পাশাপাশি নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্যেও সময় লাগবে ৷ তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 17, 2017 4:37 PM IST