TRENDING:

Assembly Elections 2019: 'গণতন্ত্রের উত্‍সবকে আরও সমৃদ্ধ করুন,' ট্যুইটারে আর্জি মোদির

Last Updated:

Assembly Elections 2019: মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচন ও ১৮টি রাজ্যে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হতেই সবাইকে ভোট দেওয়ার আর্জি জানিয়ে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচন ও ১৮টি রাজ্যে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হতেই সবাইকে ভোট দেওয়ার আর্জি জানিয়ে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর বার্তা, দলে দলে গিয়ে ভোট দিন৷ রেকর্ড সংখ্যায় সবাই মিলে ভোট৷ এই নির্বাচনকে গণতন্ত্রের মহোত্‍সবও আখ্যা দিলেন তিনি৷
advertisement

advertisement

মোদি ট্যুইটারে লেখেন, 'আমি সকলের কাছে আর্জি জানাচ্ছি, রেকর্ড সংখ্যায় ভোটদান করুন৷ গণতন্ত্রের উত্‍সবকে আরও সমৃদ্ধ করে তুলুন৷' প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ট্যইটারে জানান, মহারাষ্ট্র ও হরিয়ানায় মজবুত ও স্থায়ী সরকারের জন্য দলে দলে গিয়ে ভোট দিন৷ তিনি লেখেন, 'সরকার নির্বাচনের জন্য আপনার একটি ভোট খুবই গুরুত্বপূর্ণ৷ ছত্রপতী শিবাজি মহারাজের স্বপ্ন পূরণ ও মহারাষ্ট্রের উন্নয়নের জন্য ভোট দিন৷ স্থায়ী ও সত্‍ সরকারে নির্বাচনের জন্য সকলকে আহ্বান জানাচ্ছি৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

দ্বিতীয় ট্যুইটে অমিত শাহ লেখেন, 'জাতপাতের সংকীর্ণতা, স্বজনপোষণ, দলবাজি রুখে দিতে সরকার বাছুন৷ হরিয়ানায় সকলে মিলে ভোট দিন৷' মহারাষ্ট্রের মানুষকে ভোটদানের জন্য আবেদন জানিয়ে ট্যুইট করেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও৷

বাংলা খবর/ খবর/দেশ/
Assembly Elections 2019: 'গণতন্ত্রের উত্‍সবকে আরও সমৃদ্ধ করুন,' ট্যুইটারে আর্জি মোদির