মঙ্গলবার বিপ্লব দেব বলেন, 'হিন্দি নিয়ে অমিত শাহ যা বলেছেন, একদম ঠিক কথা৷ আমিও মনে করি, সফল হওয়ার জন্য ইংরেজি একমাত্র ভাষা নয়৷ জাপান, রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের মতো দেশগুলির উন্নতি তো ইংরেজি ছাড়াই হয়েছে৷ তাই যাঁরা ইংরেজি বলতে পারেন না, তাঁদের খাটো করে দেখার কিছু নেই৷ কারণ, সফল কেরিয়ারের জন্য ইংরেজি আবশ্যিক নয়৷'
advertisement
হিন্দি দিবসে হিন্দি ভাষার উপর জোরাল সওয়াল করেন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ 'এক দেশ, এক ভাষা'-র পক্ষে সওয়াল করে অমিত শাহ বলেন, 'ভারত একাধিক ভাষার দেশ৷ প্রতিটি ভাষারই নিজ নিজ ক্ষেত্রে গুরুত্ব রয়েছে৷ কিন্তু একটি সাধারণ ভাষা থাকা উচিত দেশের৷ বিশ্বের দরবারে দেশের পরিচিতির জন্য এটা জরুরি৷ আজ যদি একটি ভাষা দেশকে একসূত্রে গাঁথতে পারে, তা হল হিন্দি ভাষা৷'
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 17, 2019 8:28 PM IST