আরও পড়ুনঃ ২৬-এ শেষ সব! রিঙ্কু-পুত্রের ছেলের মৃত্যুর কারণ হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস! কী এই অসুখ?
জম্মু কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, অবন্তিপুরার ত্রাল এলাকার নাদের-এ এনকাউন্টার চলছে। জম্মু কাশ্মীর পুলিশ এবং সেনা একসঙ্গে কাজ করছে। পুলিশ সূত্রে খবর, ত্রাল এলাকায় সন্ত্রাসবাদী সংগঠন জইশ-এ-মহম্মদের সঙ্গে যুক্ত দু’-তিন জন জঙ্গি লুকিয়ে রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ২৬-এ শেষ সব! রিঙ্কু-পুত্রের ছেলের মৃত্যুর কারণ হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস! কী এই অসুখ?
প্রসঙ্গত, গত ৪৮ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে এটি দ্বিতীয় ‘এনকাউন্টার’ বা গুলির লড়াইয়ের ঘটনা। মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল তিন জঙ্গির। প্রথমে জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ে ওই অভিযান শুরু হয়েছিল, যা পরে সোপিয়ানের দিকে সরে আসে। হত তিন জঙ্গির মধ্যে দু’জন হল শাহিদ কুট্টে এবং আদনান সফি। দু’জনেই সন্ত্রাসবাদী সংগঠন লশকর-এ-ত্যায়বার সঙ্গে যুক্ত ছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।