গতকাল কলকাতায় অমিত শাহের রোড শো-কে কেন্দ্র করে ছড়ায় অশান্তি ৷ মিছিল থেকে হামলা চালানোর অভিযোগ ৷ কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় কলেজস্ট্রিট চত্বর ৷ ছিল অমিত শাহের রোড শো। কিন্তু কালো পতাকা আর গো ব্যাক স্লোগানের মুখে পড়ে বেরিয়ে এল বিজেপির মিছিলের আসল চেহারা। গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের তাণ্ডব চলল কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে। তাণ্ডবে বিধ্বস্ত বিদ্যাসাগর কলেজও। মণীষী বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ফেলা হয় ৷ যার অভিযোগ উঠেছে গেরুয়া বাহিনীর বিরুদ্ধে ৷
advertisement
গতকালের ঘটনায় বিজেপির ভূমিকা সমালোচনায় সরব রাজ্যের অধিকাংশ মানুষ ৷ এমতাবস্থায় দলের পক্ষ নিয়ে তৃণমূল কংগ্রেসকেই প্রবল আক্রমণ মোদির ৷ বলেন, ‘বাংলায় গণতান্ত্রিক পরিবেশ নেই ৷ বাংলার পঞ্চায়েত ভোটেও হিংসা হয় ৷ বহু জয়ী প্রার্থী বাড়ি ফিরতে পারেননি ৷ অনেকের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় ৷ বাংলায় বিরোধীদের প্রচারে লাগাতার বাধা দেওয়া হচ্ছে ৷ বিজেপিকে সভার অনুমতি দেওয়া হচ্ছে না ৷ কপ্টার নামার অনুমতি দিচ্ছে না প্রশাসন ৷’
উল্লেখ্য, এর আগে প্রশাসনের অনুমতি না মেলায় বাতিল হয় এ রাজ্যে বিজেপির প্রচার কর্মসূচি ৷ কপ্টার নামানোর অনুমতি না পাওয়ায় রাজ্যে প্রচারে আসতে পারেননি যোগী আদিত্যনাথ ৷ এদিনও বাংলায় প্রচার কর্মসূচি রয়েছে মোদির ৷